TRENDING:

বীরভূমবাসীদের জন্য় সুখবর! বরাদ্দ হয়েছে ৫০ কোটি টাকা, সংস্কার হবে জাতীয় সড়কের উপর থাকা ১৩ সেতু

Last Updated:

বরাদ্দ হয়েছে প্রায় ৫০ কোটি টাকা, বলে জানিয়েছেন রামপুরহাট মহকুমার জাতীয় সড়কের দেখভালের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবাঞ্জন মুখোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: দিনের পর দিন খারাপ অবস্থা হচ্ছে জাতীয় সড়কের উপরে থাকা একাধিক ব্রিজের। কয়েকবছর আগেই ‘ডিজাইন লাইফ’ শেষ হয়ে গিয়েছে। প্রায় ৮ থেকে ১০ বছর আগে ‘দুর্বল ব্রিজ’ সাধারণ মানুষের সুবিধার্থে সাইনবোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরেও দুর্বল সেতুগুলির উপর দিয়েই দিনের পর দিন ভারী যানবাহন চলাচল করছে। কয়েক মাস আগেই একাধিক জায়গায় চির ধরেছে সিউড়ির তিলপাড়া সেতু। বিভিন্ন দূর রাস্তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উপর বড় সমস্যা নেমে এসেছে। আর ঠিক এই পরিস্থিতিতে জাতীয় সড়কের উপরে থাকা ১৩টি গুরুত্বপূর্ণ সেতুর সংস্কারে নামল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
ডেউচা ব্রিজ
ডেউচা ব্রিজ
advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে প্রায় ৫০ কোটি টাকা, বলে জানিয়েছেন রামপুরহাট মহকুমার জাতীয় সড়কের দেখভালের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবাঞ্জন মুখোপাধ্যায়। মূলত এই লালমাটির জেলা বীরভূমের উপর দিয়ে চলে গিয়েছে গুরুত্বপূর্ণ রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক। রানিগঞ্জ থেকে মোড়গ্রামের দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটারের কাছাকাছি। এই বীরভূম জেলার দুররাজপুর, সিউড়ি, মহম্মদবাজার, মল্লারপুর, রামপুরহাট ও নলহাটির ওপর দিয়ে চলে যাওয়া এই জাতীয় সড়ক যা মিশেছে ১২ নম্বর জাতীয় সড়কের সঙ্গে।

advertisement

আরও পড়ুন: মনোরম আবহাওয়ায় এবার সুন্দরবন ভ্রমণ হবে আরও সহজ! বিধায়কের উদ্যোগে সেজে উঠছে প্রবেশদ্বার, মসৃণ হচ্ছে ১২ কিমি পথ

View More

এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। ছোট ও বড় মিলিয়ে সড়কের উপরে রয়েছে প্রায় ৪০টির বেশি সেতু। যেগুলির কোনওটির বয়স ৭০, কোনওটির ৫০-৬০ বছরের কাছাকাছি। যখন এই ব্রিজ তৈরি হয় সেই সময়ে ৫-১০ টনের গাড়ি যাতায়াত করতে পারবে, এমন নকশাতেই সেতুগুলি তৈরি হয়েছিল। তবে বর্তমানে ওই সেতুর উপর দিয়ে ১০০ টনের বেশি মালপত্র বোঝাই যানবাহন অনবরত যাতায়াত করছে। অতিরিক্ত ভারী গাড়ি চলাচলের ফলে প্রায়ই সেতুগুলির জায়গায় জায়গায় পিচ-পাথর উঠে ঢালাইয়ের খাঁচা বেরিয়ে পড়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কোথাও আবার উপরের স্ল্যাব ভেঙে গিয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি একটু ভারী যান চলাচল করলেই কাঁপতে শুরু করে সেতুগুলি। যে কোনও মুহূর্তে বিপদ ঘটতে পারে। তবে কয়েক বছর আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষ স্বাস্থ্য পরীক্ষায় নেমে জেলায় ব্রাহ্মণী, দেউচা ব্যারেজ, দ্বারকা ক্যানেল, কুলে ব্রিজ, মহম্মদাবাজারের ক্যানেল ব্রিজ, তিলপাড়া রাইট ও লেফ্ট ক্যানেল, চন্দ্রভাগা, চিনপাই, দুবরাজপুরের সিঞ্জুরি ১ ও ২ ব্রিজ সহ আরও একটি ব্রিজকে দুর্বল ঘোষণা করে। যদিও তখন সেতুর উপর পিচের প্রলেপ আর রেলিংয়ে রঙ করা ছাড়া কিছুই হয়নি। এসব সেতুই সংস্কার হবে বলে জানা যাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রেলগেট বন্ধ হলে ১ ঘণ্টার ঝক্কি,দেবে-র আশ্বাসে পাঁশকুড়ায় এবার রেল যন্ত্রণা থেকে মুক্তি
আরও দেখুন

বর্তমানে নলহাটিতে ১৯৬০ সালে নির্মিত ব্রাহ্মণী নদীর উপর ব্রিজের ঢালাইয়ের একাংশ ভেঙে গিয়ে শুধু ভেঙে গিয়েছে সেটা না শিক ও লোহার রড পর্যন্ত বেরিয়ে গিয়েছে। যদিও চলতি বছর ব্রাহ্মণীর পাশাপাশি একাধিক ব্রিজেরও একই অবস্থা হয়। এখন ব্রাহ্মণী ব্রিজের পাশেই নদীবক্ষে অস্থায়ী কজওয়ে নির্মাণের কাজ চলছে। যাতে যানবাহন চলাচল সচল থাকে। সেটা হওয়ার পরই ব্রিজ সংস্কার শুরু হবে জানা গিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূমবাসীদের জন্য় সুখবর! বরাদ্দ হয়েছে ৫০ কোটি টাকা, সংস্কার হবে জাতীয় সড়কের উপর থাকা ১৩ সেতু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল