TRENDING:

Howrah News: ভিন রাজ্যেও বাড়ছে চাহিদা, জোগান দিতে হিমশিম! হাওড়ায় তৈরি হালদারদের পতাকার কদর তুঙ্গে

Last Updated:

Howrah News: আর মাত্র কয়েক সপ্তাহ বাকি স্বাধীনতা দিবস, দিন-রাত এক করে উনসানিতে চলছে জাতীয় পতাকা তৈরির কাজ৷ হাওড়ায় তৈরি হালদারদের পতাকার কদর ভিন রাজ্যেও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: হাওড়ায় তৈরি হালদারদের তিরঙ্গার কদর ভিন রাজ্যেও! দিন-রাত এক করে উনসানিতে চলছে জাতীয় পতাকা তৈরির কাজ, জোগান দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা৷ হাতে আর মাত্র কয়েক সপ্তাহ, আর তারপরেই স্বাধীনতা দিবস৷ আসমুদ্র হিমাচলের একসুরে গাওয়ার দিন, আগামীর শপথ নেওয়ার ক্ষণ ৷ সরকারি অফিস থেকে সাধারণের বাড়ির ছাদ সবখানে উড়বে সেদিন স্বাধীন ভারতের পতাকা ৷
advertisement

বছরের এই সময়টা বরাবরই পতাকা বিক্রেতাদের কাছে বিশেষ দিন৷ সারা দেশবাসীর কাছে দু-একটা দিন স্পেশ্যাল হলেও রাজু হালদার ও তার সহকর্মীদের হাতে বছরের বারোটা মাসই স্পেশ্যাল।  এই হাওড়া থেকে দেশের জাতীয় পতাকা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে৷ স্বাধীনতা দিবসের আগে দেশের জাতীয় পতাকা তৈরিতে চরম ব্যস্ত হাওড়া উনসানি দক্ষিণ পাড়ার রাজু হালদার৷

advertisement

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

বাজারে পতাকার চাহিদা তুঙ্গে ৷ সেই পতাকার জোগান দিতে হিমশিম খাচ্ছে হাওড়ার উনশানির পতাকা ব্যবসায়ী রাজু৷ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তৈরির জন্য নাওয়া-খাওয়ার সময় নেই হাওড়ার উনশানি এলাকার দক্ষিণ পাড়ার বাসিন্দা পতাকা ব্যবসায়ী রাজু হালদারের ৷ বরাতের চাপে দিনরাত এক করে এখন শুধু পতাকা বানানোর কাজেই ব্যস্ত হয়ে আছেন ৷

advertisement

View More

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই ব্যবসা৷ বাবা ঠাকুরদার পর প্রায় ৩০ বছর পারিবারিক ব্যবসা সামাল দিচ্ছেন রাজু হালদার | পতাকা ব্যবসায়ী জানালেন, ” পতাকার সবচেয়ে ছোট মাপ হল ৮ ইঞ্চি লম্বা, ১২ ইঞ্চি চওড়া ৷ সবচেয়ে বড় মাপের পতাকা হল ৪৮ ইঞ্চি লম্বা ও ৭২ ইঞ্চি চওড়া পতাকা ৷ কারখানা থেকে বেশ কয়েকরকমের পতাকা শুধুমাত্র কলকাতার বিভিন্ন বাজার -সহ রাজ্যের প্রায় সব জেলায় সরবরাহ করা হয় ৷”

advertisement

এছাড়াও বিহার, অসম, ঝাড়খন্ড, ত্রিপুরা, উড়িষ্যা এবং দিল্লিতেও এই জাতীয় পতাকা পাঠানো হয় ৷এখানকার কারিগরদের ব্যস্ততা তুঙ্গে‌ ৷ নাওয়া-খাওয়া ভুলে সেলাই মেশিনে হাত লাগিয়েছেন৷ যে করেই হোক অর্ডার অনুযায়ী কাজ শেষ করতে হবে ৷ কারিগররা জানান, এই কাজ নিয়ে তারা গর্ব অনুভব করেন | বিভিন্ন জায়গায় যখন তাদের হাতে তৈরি পতাকা ওড়ে তখন দেখতে তাদের খুব ভাল লাগে |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাকেশ মাইতি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ভিন রাজ্যেও বাড়ছে চাহিদা, জোগান দিতে হিমশিম! হাওড়ায় তৈরি হালদারদের পতাকার কদর তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল