অযত্নে জীর্ণ ময়লা ধুলোয় রং প্রায় উঠেই গেছে। ভারতের গৌরব ঐতিহ্য নিয়ে কোনক্রমে বাতাসের তোড়ে উড়ে চলেছে। যে কোনও দিন পতাকাটি ছিঁড়ে যেতেও পারে।
বহরমপুর শহরের সব থেকে জমজমাট এলাকা মোহনা বাসস্ট্যান্ড। আর মোহনা বাসস্ট্যান্ডের সামনেই কোনও এক সময় জাতীয় পতাকাটি খুব গর্বের সঙ্গে টাঙানো হয়েছিল।
আরও পড়ুন- বছরভর সুস্থ থাকতে গরমে চুটিয়ে খান পটল, এই সবজির গুণ জানলে অবাক হবেন
advertisement
কিন্তু সেই পতাকা আজ জরাজীর্ণ। এত ব্যস্ততার মাঝে কেউ মুখ তুলেও দেখেনা তাকে। পতাকার নিচের দিকের অংশ রোদ বৃষ্টিতে ভিজে ছিঁড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা অবশ্য গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের অবহেলার দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
যদিও শহরবাসীর অভিযোগ, এই পতাকা রাতেও ওড়ে। এখন দেখা যাচ্ছে, ছেঁড়া পতাকা উড়ছে। জাতীয় পতাকা সন্ধ্যার পরে নামিয়ে দিতে হয়। আর ছেঁড়া পতাকা তো টাঙানোই যায় না।
যদিও বহরমপুর শহর নবাবের জেলা। বহু পর্যটকরা আসে এই জেলায়। বহরমপুর শহরের ওপর দিয়েই জেলার বিভিন্ন প্রান্তে রওনা দেন। কিন্তু সেই বহরমপুর বাসট্যান্ডে এই ভাবে জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। উঠেছে একাধিক প্রশ্ন । আদৌ কি হুঁশ ফিরবে নাকি এই ভাবেই জাতীয় পতাকা অবমাননা চলবে, প্রশ্ন শহরবাসীর।
কৌশিক অধিকারী