বর্তমানে যুব সমাজ মাঠ ছেড়ে মোবাইলে গেমে সীমাবদ্ধ। তাই যুব সমাজ এবং ফুটবল খেলার প্রতি আরও আগ্রহ তৈরি করতেই ফুটবল খেলার আয়োজন করা হয়। কান্দি থানা, কান্দি পৌরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়। কলকাতা একাদশ বনাম কান্দি একাদশের এই ফুটবল খেলা দেখতে উপচে পড়েছিল দর্শকদের ভিড় কান্দির মোহনবাগান ময়দান।
advertisement
কলকাতা একাদশের হয়ে মাঠে ফুটবল খেলতে দেখা যায় রহিম নবি থেকে মেহেতাব হোসেন, দিপঙ্কর দে, ষষ্ঠী দুলে, সুর্য বিকাশ চক্রবর্তী, আলফিটো রোনাল্ডো থেকে অশিম বিশ্বাস, গোলকিপার ভুমিকায় ছিলেন সংগ্রাম মুখার্জি সহ অনেক ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। অন্যদিকে কান্দি একাদশের ছিল এক ঝাঁক তরুণ ফুটবলার।
শনিবার বিকেলে প্রথমে কান্দি থানার মোড় থেকে একটি বনাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, বেলডাঙা বিধায়ক হাসানুজ্জামান, কান্দি থানার আইসি মৃনাল সিনহা, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুনঃ West Medinipur News: আকাশ থেকে পড়ল ওটা কী! এলিয়ান নয় তো? হুলুস্থুল চন্দ্রকোণায়
পরে কান্দির মোহনবাগান ময়দানে শুরু হয় ফুটবল খেলা। প্রথম ধাপে গোল না হলেও বিরতির পর ১গোল দেয় কলকাতা একাদশ কান্দি একাদশ কে।ফলে ১-০ গোলে জয়ী হয় কলকাতা একাদশ। খেলায় অংশগ্রহণকারী সকলকে বিশেষ উপহার ও জয়ী বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় খেলার শেষে।
কৌশিক অধিকারী