TRENDING:

Nadia News: নৃসিংহপুর বাস স্ট্যান্ড বদলে গড়ে উঠবে আধুনিক টার্মিনাল, থাকবে মার্কেট কমপ্লেক্স

Last Updated:

শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ওপারে পূর্ব বর্ধমানের কালনায় যাতায়াত করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: নৃসিংহপুর বাস স্ট্যান্ড বদলে গড়ে উঠবে আধুনিক টার্মিনাল, থাকবে কমপ্লেক্স। শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাটের পাশের বাসস্ট্যান্ডকে অত্যাধুনিক বাস টার্মিনাল হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। সৌন্দর্যায়নের পাশাপাশি টার্মিনালে তৈরি হবে মার্কেট কমপ্লেক্স। থাকবে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনও। গড়ে উঠবে সেলফি জোন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে প্রকল্পের বিস্তারিত তথ্য বা ডিপিআর চেয়ে পাঠিয়েছে রাজ্য।
advertisement

আরও পড়ুন: টাঙ্গাইল জিআই স্বীকৃতি পেলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় তাঁতিরা

শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ওপারে পূর্ব বর্ধমানের কালনায় যাতায়াত করেন। ওই জেলার একাধিক প্রান্ত থেকেও নিত্যদিন বিভিন্ন কাজে শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন এলাকায় আসেন বহু মানুষ। ফলে দিনভর ফেরিঘাটে যাত্রীদের ভিড় লেগেই থাকে। ঘাটের পাশে পুরনো একটি বাসস্ট্যান্ড রয়েছে। কিন্তু সেখানে যাত্রী পরিষেবা কিংবা বাসচালকদের সুবিধার জন্য কোনও ব্যবস্থাই নেই। নেই শৌচালয় কিংবা পানীয় জলের ব্যবস্থাও।

advertisement

অথচ, এই বাসস্ট্যান্ড থেকেই রানাঘাট, কৃষ্ণনগর এবং দত্তপুলিয়া—এই তিনটি রুটে প্রতিদিন প্রায় ৫০ টির বেশি বাস চলাচল করে। বেহাল অবস্থায় থাকা ভাগীরথীর পাড়ের এই বাসস্ট্যান্ড এবার বদলে টার্মিনাল তৈরি করতে চায় রাজ্য পরিবহণ দফতর।

View More

প্রশাসন সূত্রে খবর, টার্মিনাল তৈরি হওয়ার পর এখান থেকে আরও বিভিন্ন রুট এবং দূরপাল্লার বাসের সংখ্যা বাড়ানো হবে। সরকারি বাসও চালু করা হবে এখান থেকে। অত্যাধুনিক মানের বাস টার্মিনালে সাধারণের পাশাপাশি শিশু এবং মহিলাদের জন্য থাকবে রেস্ট রুম। থাকবে গাড়ি চালকদের বিশ্রাম নেওয়ার জায়গা, যাত্রীদের দাঁড়ানোর জায়গা, আধুনিক বাস লেনের ব্যবস্থা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শুধু তাই নয়, বায়ো টয়লেট এবং পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও থাকবে। কোন রুটে বাস রয়েছে তা ইলেকট্রিক ডিসপ্লের মাধ্যমে তুলে ধরার চিন্তাভাবনা চলছে। নতুন প্রজন্ম এবং বিশেষত শান্তিপুরে আসা পর্যটকদের কথা মাথায় রেখে বাস টার্মিনালে একটি সেলফি জোনেরও ব্যাবস্থাও থাকবে। রাজ্যের নির্দেশ মতো বিস্তারিত প্রকল্প তথ্য তৈরি করছে জেলা প্রশাসন। দ্রুত তা পাঠানো হবে পরিবহণ ভবনে।

advertisement

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নৃসিংহপুর বাস স্ট্যান্ড বদলে গড়ে উঠবে আধুনিক টার্মিনাল, থাকবে মার্কেট কমপ্লেক্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল