লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ
রাজ্যে ১৯ মে অর্থাৎ রবিবার আসছেন মোদি, সে দিন তিনটি সভা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন মোদি। এর পরে ২০ মে পঞ্চম দফা ভোট চলাকালীন কাঁথি, তমলুক এবং ঘাটাল লোকসভা কেন্দ্রকে সামনে রেখে হলদিয়া এবং ঝাড়গ্রামে আরও দুটি সভা করবেন নরেন্দ্র মোদি।
advertisement
বিজেপি প্রার্থীদের সমর্থনে এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ১৬ টি সভা করেছেন নরেন্দ্র মোদি। ১৯ এবং ২০ তারিখের সভায় মোদি মোট প্রচার করবেন ৬টি লোকসভা কেন্দ্রে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, কাঁথি, তমলুক এবং ঘাটালে। এই কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ ২৫ মে। এর মধ্যে তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিংহ মাহাতো, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল ঘাটালে হিরণ বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন।