TRENDING:

Narendra Modi reply on his family: 'কোনওদিন বলিনি, আজ বলব!' পরিবার নিয়ে জবাব দিতে গিয়ে বারাসতে কী বললেন মোদি?

Last Updated:

বারাসতের সভা থেকে প্রত্যাশিত ভাবেই সন্দেশখালি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসত: কয়েকদিন আগেই আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবার নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ বারাসতের জনসভা থেকে সেই কটাক্ষেরই জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানিয়ে দিলেন, দেশের ১৪০ কোটি মানুষই তাঁর পরিবার৷
বারাসতে নরেন্দ্র মোদি৷ ছবি- এএনআই
বারাসতে নরেন্দ্র মোদি৷ ছবি- এএনআই
advertisement

এ দিন বারাসতে বিজেপির ‘নারীশক্তি সম্মান সমাবেশ’-এর মঞ্চ থেকেই পরিবার নিয়ে তোলা বিরোধী শিবিরকে পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি দাবি করেন, এনডিএ সরকারের প্রত্যাবর্তন নিশ্চিত৷ আর সেই কারণেই ইন্ডিয়া জোটের নেতারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তাঁর পরিবার নিয়ে আক্রমণ করছেন৷

আরও পড়ুন: শাহজাহান নিয়ে সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা খেল রাজ্য, দিতেই হবে সিবিআই-এর হাতে

advertisement

প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্ডি জোটের নেতারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তাঁদের আজকাল ঘুম উড়ে গিয়েছে৷ আজকাল আমার পরিবারকে গালাগালি দিচ্ছে, প্রশ্ন তুলছে৷ এরা প্রশ্ন তুলছে, মোদির নিজের পরিবার নেই৷ তাই আমি পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে পারব না৷ ওরা জানতে চাইছে, মোদির পরিবার কোথায়? এই পরিবারবাদীরা আজ এখানে এসে দেখে যান, আমার বোনেরা এখানে এত বিপুল সংখ্যায় এসেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন৷ এঁরাই তো মোদির পরিবার৷ বাংলার সব মা-বোনেরা আমার পরিবার৷ মোদির জীবনের প্রতিটি মুহূর্ত দেশের মাতৃশক্তির জন্য সমর্পিত৷’

advertisement

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যখন মোদির কোনও কষ্ট হয়, তখন এই মা-বোনেরাই কবজ হয়ে মোদির রক্ষা করেন৷ আমার জন্য বাংলার মা-বোন দুর্গার মতো উঠে দাঁড়ায়৷ দেশের মানুষ আজ নিজেদের মোদির পরিবার ভাবে৷ দেশের কৃষক, যুবক, মা, বোনেরা বলছেন, আমি মোদির পরিবার৷’

পরিবার নিয়ে জবাব দিতে গিয়ে নিজের অতীত জীবনের স্মৃতিচারণাও করেন প্রধানমন্ত্রী৷ মোদি বলেন, ‘আমি এই কথাগুলো কোনও দিন বলিনি৷ কিন্তু আজ বলব৷ আমি অনেক কম বয়সে পরিবার ছেড়ে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলাম৷ পরিব্রাজকের মতো দেশের কোণায় কোণায় ঘুরে বেড়াচ্ছিলাম, কিছু খুঁজছিলাম৷ কিন্তু পকেটে এক টাকাও ছিল না৷ কিন্তু আপনারা জেনে গর্ব করবেন, কোনও না কোনও পরিবার, মা, বোনেরা আমাকে জিজ্ঞেস করতেন, কিছু খেয়েছো? আমি আজ দেশবাসীকে বলছি, বছরের পর বছর আমি পরিব্রাজক হয়ে ঘুরে বেরিয়েছি৷ কিন্তু একদিনও ক্ষুধার্ত থাকিনি৷ ১৪০ কোটির দেশবাসীই আমার পরিবার৷ আজকে আমি দেশবাসীর ঋণ মেটাচ্ছি৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

বারাসতের সভা থেকে প্রত্যাশিত ভাবেই সন্দেশখালি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷ রাজ্য সরকার কোনওদিনই মহিলাদের নিরাপত্তার কথা ভাবেনি বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷ বেটি বচাও, বেটি পড়াও, উজালা, ঘরে ঘরে পরিস্রুত পানীয় জলের মতো প্রকল্পগুলির বাস্তবায়নেও তৃণমূল সহ বিভিন্ন রাজ্যের অবিজেপি সরকারগুলি বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Narendra Modi reply on his family: 'কোনওদিন বলিনি, আজ বলব!' পরিবার নিয়ে জবাব দিতে গিয়ে বারাসতে কী বললেন মোদি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল