Sheikh Shahjahan: শাহজাহান নিয়ে সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা খেল রাজ্য, দিতেই হবে সিবিআই-এর হাতে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গতকালই শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি-কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷
নয়াদিল্লি: শেখ শাহজাহানকে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য সরকার৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ না করে শীর্ষ আদালতও জানিয়ে দিল, শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতেই তুলে দিতে হবে রাজ্য পুলিশকে৷
গতকালই শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি-কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করে রাজ্য সরকার৷
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না অবশ্য গতকালই জরুরি শুনানির আর্জি খারিজ করে দেন৷ কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আঅবেদন করেছে, এই যুক্তি দেখিয়ে গতকাল শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেয়নি সিআইডি৷ ফলে ভবানী ভবনে গিয়েও শাহজাহানকে না নিয়েই ফিরে আসতে হয় সিবিআই আধিকারিকদের৷
advertisement
advertisement
এ দিন ফের রাজ্যের আবেদনটি সুপ্রিম কোর্টে উঠলে বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে এখনই হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত৷ জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করার জন্য রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে পরামর্শ দেন বিচারপতি খান্না৷
advertisement
সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে স্বভাবতই চাপে পড়ল রাজ্য সরকার৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আর শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়া ছাড়া উপায় থাকল না রাজ্য পুলিশের৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2024 11:09 AM IST