জানা গিয়েছে, মাস ছয়েক আগে নন্দীগ্রামের তারাচাঁদবাড় এসএসকে স্কুলের পাশে পঞ্চায়েত থেকে বসানো হয় সাবমারসিবল পাম্প। এই পাম্প থেকে জল ব্যবহার করা নিয়েই আজ গন্ডগোলের সূত্রপাত। এলাকার সিপিএম কর্মীদের অভিযোগ, স্কুলের অনুমতি নিয়ে পাইপ লাইন টেনে জল ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী হয়ে কতদিন ছুটি নিয়েছেন মোদি? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য! দেশ তোলপাড়
advertisement
তাদের আরও দাবি, তৃণমূলকে ভোট না দেওয়ার জন্যই আজ জলের লাইন কেটে দেওয়া হয়েছে। পাম্পের বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ফলে স্থানীয় বাসিন্দারাও আজ সারাদিন জল পায়নি বলে অভিযোগ। দিনভর জল না পাওয়ায় সমস্যায় পড়েন এলাকার মানুষজন।
আরও পড়ুন: রাজ্যকে এড়িয়েই প্রেসিডেন্সি সহ ৬ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপালের! বাড়ল সংঘাত
যদিও তৃণমূল নেতা তথা মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেক হাবিবুলের দাবি, সর্বজনীন হলেও ব্যক্তিগত ভাবে জলের লাইন টেনে বাড়িতে সাবমারসিবল-এর মতো ব্যবহার করছে কেউ কেউ। তাই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুর হয়েছে বিতর্ক। সিপিএমের দাবি, সিপিএম করার জন্যই জোর করে দলীয় কর্মীদের বাড়ির জলের লাইন কেটে দেওয়া হয়েছে। যা নিয়ে আজ দিনভর অশান্তি আর গন্ডগোল চলছে নন্দীগ্রামের তারাচাঁদবাড় এলাকায়।