C V Anand Bose: রাজ্যকে এড়িয়েই প্রেসিডেন্সি সহ ৬ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপালের! বাড়ল সংঘাত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এদের মধ্য কয়েকজনকে আজই নিয়োগপত্র দেওয়া হবে বলে রাজ ভবন সূত্রে খবর।
কলকাতা: রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব দেওয়া হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, রাজ্য প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক গৌতম চন্দকে। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক তপন চক্রবর্তীকে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেবব্রত বসুকে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ীকে।
advertisement
এদের মধ্য কয়েকজনকে আজই নিয়োগপত্র দেওয়া হবে বলে রাজ ভবন সূত্রে খবর। রাজ্যপাল কয়েকদিন আগেই জানিয়েছিলেন, যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই সেখানে তিনি নিজেই উপাচার্যের দায়িত্ব পালন করবেন৷ এখনও রাজ্যের দশটি বিশ্ববিদ্যালয় উপাচার্য বিহীন অবস্থায় থাকল৷
advertisement
সাধারণত রাজ্য সরকারের পক্ষ থেকেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির জন্য উপাচার্যদের নাম সুপারিশ করাটাই রীতি৷ কিন্তু বর্তমান রাজ্যপালের আমলেও উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপাল সহমত হতে পারছেন না৷ যা নিেয় দু পক্ষের সংঘাত আরও তীব্র হয়েছে৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 9:50 AM IST