জমিদাতা পরিবারের সদস্যদের প্রতিশ্রুতি অনুযায়ী, চাকরি দিতে হবে, এই দাবিতে তাঁরা আন্দোলনে নামার কথাও জানিয়ে দিয়েছেন জমিদাতা মানুষজন। নন্দীগ্রামে রেল সম্প্রসারণ প্রকল্পের জমি অধিগ্রহণে বেশির ভাগ জমিদাতা পরিবারের সদস্যরা চাকরি পেলেও এখনও অনেক জমিদাতা পরিবারের সদস্য চাকরি পাননি বলে দাবি একাংশের। ২০০৯ সালের পর থমকে যাওয়া রেল প্রকল্পের কাজ শুরু করতে দুদিন আগেই নন্দীগ্রাম রেল প্রকল্পের হালহকিকত পরিদর্শন করেন দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা। পরিদর্শন করে তাঁরা জানান, খুব দ্রুত কাজ শুরু হবে থমকে যাওয়া এই নন্দীগ্রামের রেল প্রকল্পের কাজ।
advertisement
আরও পড়ুন: নন্দীগ্রামে মাওবাদী মহিলার খোঁজ! ছুটে এল ঝাড়খণ্ড পুলিশ, ঘটল মারাত্মক ঘটনা
আর সেই কাজ শুরু হওয়ার আগে আগেই জমি হারাদের কাজ দিতে হবে এই দাবিতে প্রয়োজনে আন্দোলনে নামবেন বলে জানিয়ে দিয়েছেন চাকরি না পাওয়া জমিদাতা পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: বেহালায় ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু ছোট্ট পড়ুয়ার! আগুন জ্বলল পুলিশের গাড়িতেও
এখন নতুন করে রেল প্রকল্পের কাজ শুরু হতে চলা অবস্থায় চাকরি না পাওয়া জমি দাতা পরিবারগুলি দাবি জানাচ্ছে, আগে তাদের কাজ, তারপরে রেলের কাজ। জানা গেছে, নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ রেল প্রকল্পের মোট দৈর্ঘ্য ২২ কিমি লম্বা। তার মধ্যে ১৮.৫ কিলোমিটার রেললাইনের কাজ হওয়ার কথা নন্দীগ্রামে। দেশপ্রাণ স্টেশনের আগে দিঘা-তমলুক রেললাইনের সঙ্গে তা সংযুক্ত হবে নন্দীগ্রাম। এই কাজের জন্য জমি নির্ধারণ হয়ে গিয়েছিল। পুনরায় কিছু জমি চিহ্নিতকরণের কাজ হবে।