জানা গিয়েছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়ার বাসিন্দা, মিতা,ওরফে নয়নতারা- ঝুম্পা-পরী স্বামীর নাম-রামপ্রসাদ মার্ডি পিতার নাম-রামকৃষ্ণ শাউ, গ্রাম- সোনাচূড়া, থানা-নন্দীগ্রাম। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 147/148/149/353/307 IPC ও 25(1-b) a26/35/27 of arms act.sec 4/5 of CLA act. And sec 16/17 UAPA act মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন: বেহালায় ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু বাবা-ছেলের! আগুন জ্বলল পুলিশের গাড়িতেও
advertisement
এই ধারা অনুযায়ী ঘাটশিলা থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। ঘাটশিলা আদালতে সেই মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন আসামীকে বারবার আদালত থেকে নোটিস করা সত্ত্বেও আসামি আদালতে হাজির হয়নি। তাই ঘাটশিলা আদালত থেকে তাঁর বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে।
আরও পড়ুন: ‘ওরা এখন থেকেই EVM হ্যাক…’ বড় আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়!
আসামি যদি ঘাটশিলা আদালতে হাজির না হয় পরবর্তীতে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সেই মর্মে ঘাটশিলা থানার আধিকারিক বৃহস্পতিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া বাজারে বিকেল তিনটের সময় ঢোল বাজিয়ে, বাজারে নোটিস জারি করে।