পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশকে নিয়ে ভদ্রেশ্বর, চন্দননগর, চুঁচুড়ার বিভিন্ন জায়গায় নাকা কেমন চলছে তা ঘুরে দেখেন। চুঁচুড়া খাদিনা মোড় পুলিশ সুপার বলেন, ''সামনে জগদ্ধাত্রী পুজো তার আগে কালী পুজো রয়েছে। বেআইনি শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চলছে।''
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রীর নির্দেশেই নকশা বদল, তাতেই বিপদ', বউবাজার নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
advertisement
পাশাপাশি বেআইনি মদ পাচার আটকানো, দুষ্কৃতীরা যাতে এই সময় কার্যকলাপ করতে না পারে তার জন্য সতর্ক রয়েছে পুলিশ। নাকা চেকিং শুরু হয়েছে, চলবে দিনে রাতে। চুরি ছিনতাই যাতে না হয় তার জন্য পুলিশি সক্রিয়তা বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।
আরও পড়ুন: কোথায় বর্ষা বিদায়, চলবে বৃষ্টি! আগামী সপ্তাহ নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের
চুঁচুড়া থানা এলাকার সাতটি পয়েন্টে নাকা চলে মধ্য রাত পর্যন্ত। বাইক আরোহীদের দাঁড় করিয়ে ব্যাগ তল্লাশি করা হয়। চার চাকা গাড়ির ডিকি খুলে যাত্রীদের নামিয়েও চলে তল্লাশি। তবে, তল্লাশিতে এখনও পর্যন্ত কিছু না মেলেনি। যদিও এই ধরনের প্রিভেনটিভ নাকা আপাতত চলবে বলে জানা গিয়েছে।