এদিকে, রামপুরহাটের বগটুই-কাণ্ডের তদন্তে সিবিআই-এর আজ তৃতীয় দিন। আজ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে পারে সিবিআই। সূত্রের খবর, ডাকা হতে পারে মৃতের পরিজন মিহিলাল শেখকে। রবিবার সিবিআই হেফাজতে যাওয়ার সময় ঘটনার অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা আনিরুল হোসেন দাবি করেছিলেন তিনি নির্দোষ। তাঁর অভিযোগ, এই ঘটনায় বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে।
আরও পড়ুন: বগটুই গ্রামের মহিলাদের সঙ্গে কথা, আহতদের বয়ান রেকর্ড, প্রত্যক্ষদর্শীর খোঁজে সিবিআই
advertisement
বগটুই-কাণ্ডে আহত তিন জন ভর্তি ছিলেন রামপুরহাট হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, শেষ কয়েক ঘণ্টা নাজমা বিবির শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক ছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। উল্লেখ্য, রামপুরহাটে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওই মহিলার শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। ইচ্ছে থাকলেও কলকাতায় নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তাই বীরভূমে পাঠানো হয়েছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের।
আরও পড়ুন: 'সিবিআই-এ আস্থা নেই', বগটুইয়ের ঘটনায় বলছেন সিঙ্গুরের সেই সুহৃদ দত্ত
সোমবার নিয়ে তৃতীয় দিন ঘটনাস্থলে যাবে সিবিআই। সোমবার মৃতের পরিজনদের সঙ্গে কথা বলতে পারে সিবিআই। এদিন ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় ফরেন্সিক দলও।