এরপর তল্লাশি শুরু হতেই পালাবার চেষ্টা করে একজন। তৎক্ষণাৎ চার জনকেই আটক করে জিআরপি। তল্লাশিতে বেরিয়ে আসে একের পর এক ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন ৭৭ কেজি। পুলিশ সূত্রে খবর, ধৃত চারজনই নিউ ব্যারাকপুরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাদের মধ্যে দু’জন আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত।
advertisement
নদিয়া জেলায় ওই বিপুল পরিমাণ গাঁজা পাচার করার পরিকল্পনা ছিল বলেই মনে করছে জিআরপি। তবে এই মাদকচক্র কতদূর বিস্তৃত এবং কারা এর পেছনে রয়েছে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। রেল পুলিশের এক আধিকারিক বলেন, শিয়ালদহ মেন শাখায় এভাবে এত বড় পরিমাণে গাঁজা উদ্ধার এই প্রথম। এটি নিঃসন্দেহে একটি বড় সাফল্য। রেল স্টেশনের মতো জনবহুল জায়গায় যাত্রী সেজেই মাদক পাচারের পরিকল্পনা ছিল তাদের। স্টেশনে ভিড়ের মধ্যে মিশে গিয়ে, এই মাদক পাচার করাই উদ্দেশ্য ছিল পাচারকারীদের। তাদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।