TRENDING:

Naihati: নৈহাটি স্টেশনে যাত্রীদের ভিড়ের মধ্যে ওরা কারা! কী ছিল অতগুলো ব্যাগে? মাথায় হাত জিআরপি-র! কী উদ্ধার হল জানেন? চমকে উঠবেন শুনে

Last Updated:

Naihati: তল্লাশি শুরু হতেই পালাবার চেষ্টা করে একজন। তৎক্ষণাৎ চার জনকেই আটক করে জিআরপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নৈহাটি, রুদ্র নারায়ণ রায়: শিয়ালদহ মেইন শাখায় নৈহাটি স্টেশনে ঘটল এক নজিরবিহীন ঘটনা! নৈহাটি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হল প্রায় ৭৭ কেজি গাঁজা। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে জিআরপি। সূত্রের খবর, বৃহস্পতিবার ডাউন রামপুরহাট লোকাল থেকে চার ব্যক্তি নামে নৈহাটি স্টেশনে। তাদের প্রত্যেকের হাতেই ছিল একাধিক টুরিস্ট ব্যাগ। আচরণে সন্দেহ হয় কর্তব্যরত আরপিএফ ও জিআরপি জওয়ানদের।
বিপুল পরিমাণ বেআইনি মাদক উদ্ধার
বিপুল পরিমাণ বেআইনি মাদক উদ্ধার
advertisement

এরপর তল্লাশি শুরু হতেই পালাবার চেষ্টা করে একজন। তৎক্ষণাৎ চার জনকেই আটক করে জিআরপি। তল্লাশিতে বেরিয়ে আসে একের পর এক ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন ৭৭ কেজি। পুলিশ সূত্রে খবর, ধৃত চারজনই নিউ ব্যারাকপুরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাদের মধ্যে দু’জন আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত।

advertisement

আরও পড়ুন: রবীন্দ্রনাথের পর ফের সাহিত্যে নোবেল পাবেন এক বাঙালি? জল্পনা চরমে, কে সেই ভারতীয় সাহিত্যিক জানেন? নামটা শুনে কিন্তু চমকে উঠবেন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পূর্ব মেদিনীপুর জেলার বিগ বাজেট কালীপুজো এবারে থিম জানলে আপনিও ছুটে আসবেন
আরও দেখুন

নদিয়া জেলায় ওই বিপুল পরিমাণ গাঁজা পাচার করার পরিকল্পনা ছিল বলেই মনে করছে জিআরপি। তবে এই মাদকচক্র কতদূর বিস্তৃত এবং কারা এর পেছনে রয়েছে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। রেল পুলিশের এক আধিকারিক বলেন, শিয়ালদহ মেন শাখায় এভাবে এত বড় পরিমাণে গাঁজা উদ্ধার এই প্রথম। এটি নিঃসন্দেহে একটি বড় সাফল্য। রেল স্টেশনের মতো জনবহুল জায়গায় যাত্রী সেজেই মাদক পাচারের পরিকল্পনা ছিল তাদের। স্টেশনে ভিড়ের মধ্যে মিশে গিয়ে, এই মাদক পাচার করাই উদ্দেশ্য ছিল পাচারকারীদের। তাদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Naihati: নৈহাটি স্টেশনে যাত্রীদের ভিড়ের মধ্যে ওরা কারা! কী ছিল অতগুলো ব্যাগে? মাথায় হাত জিআরপি-র! কী উদ্ধার হল জানেন? চমকে উঠবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল