TRENDING:

Naihati Boro Maa Mandir: বড়মার মন্দির চত্বর জল থইথই, দর্শনে এসে ভক্তদের সঙ্গে যা হল...

Last Updated:

গাড়ি উদ্ধারে হাত লাগাতে দেখা যায় পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়কেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে এসেই ঘটল বিপত্তি। হড়পা বানে গঙ্গায় ডুবল ফেরিঘাট চত্বরে পার্কিং করে রাখা তিনটি চার চাকার গাড়ি। স্থানীয়দের তৎপরতায় অবশেষে গঙ্গা থেকে পাড়ে টেনে তুলে উদ্ধার করা হয় গাড়ি গুলিকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নৈহাটি পুরসভার পৌরপ্রধান। গাড়ি উদ্ধারে হাত লাগাতে দেখা যায় পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়কেও।
advertisement

এদিন গাড়িগুলিতে করে পুণ্যার্থীরা আরোহীরা বড়মার মন্দিরে পুজো দিতে আসেন। তবে বহু ক্ষেত্রেই দেখা যায়, নিষেধাজ্ঞা সত্ত্বেও ভক্তরা বড়মা দর্শনে এসে গাড়ি পার্কিং করেন ফেরিঘাট চত্বরে। কিছুদিন আগেও একটি গাড়িকে জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায়। বড়মা পুজো কমিটির ও পুরসভার তরফে বারংবার এই এলাকায় গাড়ি পার্কিং নিয়ে নিষেধাজ্ঞার জারি করলেও, মানা হয় না নিয়ম বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুনSawan Month Adiyogi: পুণ্য শ্রাবণে মহাদেবের বিরল রূপ, চমকে দিলেন বাঁকুড়ার শিল্পী, এক দর্শনেই মন ভরবে

নৈহাটি অরবিন্দ রোড দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। রাস্তার দুপাশের দোকানপাট থাকায় এলাকা সংকীর্ণ হওয়ায় চারচাকা গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে। সে ক্ষেত্রে পার্কিং এর জন্য বাধ্য হয়েই নৈহাটি ফেরিঘাট চত্বরের ওই এলাকা বেছে নেন অনেকে। বিষয়টি নিয়ে পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান, বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে, গঙ্গায় জলও বেড়েছে। তার উপর হড়পা বান আসছে। মানুষকে সতর্ক করা হলেও নিষেধাজ্ঞা না মেনেই গাড়ি রাখা হচ্ছে এখানে, আর তার জেরেই এদিনের এই দুর্ঘটনা। তাহলে প্রশ্ন উঠছে দূর দূরান্ত থেকে আগত মানুষজন বড়মার মন্দিরে আসলে কোথায় রাখবেন গাড়ি? ফলে নির্দিষ্ট কোন জায়গায় পার্কিং জোন তৈরি করে দেওয়া হোক বলেও স্থানীয়দের একাংশ দাবি করছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Naihati Boro Maa Mandir: বড়মার মন্দির চত্বর জল থইথই, দর্শনে এসে ভক্তদের সঙ্গে যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল