নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন বড়মার মন্দির ও অরবিন্দ রোড এলাকায় কী ভাবে পুলিশ মোতায়েন করা হবে তাও এদিন খতিয়ে দেখেন জেলা প্রশাসনের কর্তারা। নৈহাটির বড়মা পুজো সমিতির ট্রাষ্ট্রের সঙ্গেও নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ কর্তারা। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক সহ অন্যান্য পদস্থ আধিকারিকরাও এদিন হাজির হয়েছিলেন নৈহাটির বড়মার মন্দির এলাকায়।
advertisement
বড়মা কমিটির সভাপতি তথা নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। মুখ্যমন্ত্রীর অনেক দিনের ইচ্ছা তাই মঙ্গলবার বড়মার দর্শনে আসছেন মমতা। তাই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য বৈঠক ও নিরাপত্তা বিষয়গুলি খতিয়ে দেখা হল। তবে মঙ্গলবার দুটোর থেকে চারটের মধ্যে মুখ্যমন্ত্রী আসার সময়টি নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের জন্য সাধারণ ভক্তদের প্রবেশ বন্ধ থাকবে বড়মার মন্দিরে।
Rudra Narayan Roy