TRENDING:

Gangasagar Mela 2024: নাগা সাধুদের বিদ্যুৎ বিল মুকুব না করায় ক্ষোভ

Last Updated:

ক্ষুব্ধ নাগা সাধুরা জানান, সারা বছর তাঁদের অনেকেই গঙ্গাসাগরে থাকেন। সেই সময় মোটা টাকার বিদ্যুতের বিল দিতে হয়। এমনকি মেলা চলাকালীনও তাতে কোনও ছাড় দেওয়া হয় না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর: তাঁরা সাধু, কেন বিদ্যুতের বিল দেবেন? এই প্রশ্ন তুলে মঙ্গলবার গঙ্গাসাগরে ক্ষোভ উগড়ে দেন নাগা সন্ন্যাসীরা। এবারে গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছিল। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মেলার বাজেট। কিন্তু নাগা সাধুদের বিদ্যুতের বিল মুকুব করা হয়নি। আর তার জেরেই এই বিক্ষোভ।
advertisement

আরও পড়ুন: ঘুড়ির চায়না সুতোয় ফালা ফালা মুখ, বাইশটা সেলাই পড়ল ব্যবসায়ীর

এবারের সাগর মেলায় সরকারি বাজেট ছিল ২৫০ কোটি টাকা, যা গত বছরের থেকে ১০০ কোটি বেশি। তবুও নাগা সাধুদের বিদ্যুতের বিল মকুব করা হয়নি বলে অভিযোগ। এদিন ক্ষুব্ধ নাগা সাধুরা জানান, সারা বছর তাঁদের অনেকেই গঙ্গাসাগরে থাকেন। সেই সময় মোটা টাকার বিদ্যুতের বিল দিতে হয়। এমনকি মেলা চলাকালীনও তাতে কোনও ছাড় দেওয়া হয় না। এই ঘটনায় তাঁরা ক্ষুব্ধ বলে বুঝিয়ে দিয়েছেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

উল্লেখ্য, এবারের গঙ্গাসাগর মেলায় আলোক সজ্জার বাজেট ছিল প্রায় ৯ কোটি টাকা। আগের থেকে অনেকটাই বরাদ্দ বেড়েছে। কিন্তু নাগা সাধুদের বিদ্যুতের বিল কেন মুকুব হল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁদের কাউকে তিন হাজার তো কাউকে পাঁচ হাজার টাকা বিদ্যুৎয়ের বিল দিতে হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি গঙ্গাসাগরের পরিকাঠামো উন্নয়ন হলেও তাঁদের জন্য সরকার কিছু করছে না বলে অভিযোগ করেছেন নাগা সাধুরা। বিশেষ করে শৌচাগারের সমস্যায় তাঁদের ভুগতে হচ্ছে বলে জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2024: নাগা সাধুদের বিদ্যুৎ বিল মুকুব না করায় ক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল