নদিয়ার শান্তিপুরের ময়ূরপঙ্খী নামে একটি দল বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। এই দলের বেশিরভাগ সদস্যই বিভিন্ন সংস্কৃতিক শিল্পকলার সঙ্গে যুক্ত। তবে বর্তমানে মোবাইল ফোন ও সোশ্যাল মাধ্যমকে যুক্ত করে দিয়েছেন তারা তাদের শিল্পকলার মধ্যে। ভাইরাল হওয়ার কোন শর্টকাট রাস্তা অবলম্বন না করে তারা সিদ্ধান্ত নিয়েছেন সঠিক পদক্ষেপের। একের পর এক বানিয়ে চলেছেন বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের ছবি। প্রায় ১০০ টির কাছাকাছি ইতিমধ্যেই তারা স্বল্পদৈর্ঘ্যের ছবি বা চিত্রনাট্য বানিয়ে প্রশংসা পেয়েছেন বহু জায়গায়।
advertisement
আরও পড়ুন: ফুল তোলা নিয়ে এত বড় ঘটনা…! অকালে প্রাণ বিসর্জন, বন্ধ আইসিডিএস পরিষেবা, আরও কতকী
সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্যের চিত্রনাট্যের প্রতিযোগিতায় তারা তাদের ছবি রূপান্তর প্রদর্শন করেন। যা একটি প্রতিযোগিতায় বিজেতা হয়। এতে উৎসাহ তাদের আরও দ্বিগুণ হয়ে যায় বলেই জানান। তারা জানাচ্ছেন মোবাইল ফোন কিংবা ইন্টারনেট একটি ছুরির মত, একটি ছুরির সাহায্যে প্রয়োজনীয় গৃহস্থালির কাজকর্ম করা যেমন যায় ঠিক তেমনই সেই ছুরি দিয়েই কাউকে আঘাত করা যায়। মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে ব্যবহারেও একই জিনিস প্রযোজ্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারা জানান, “আমাদের উপর নির্ভর করছে আমরা সেটিকে কীভাবে কাজে লাগাব। আর সেই কারণেই বিশেষ করে তরুণ প্রজন্মকে বার্তা দিতেই তাদের এই চিন্তা-ভাবনা।” আগামী দিনে এই ধরনের স্বল্প দৈর্ঘ্যের ছবি তারা আরও বানাবেন এবং মানুষের কাছে এই সঠিক বার্তাই বহন করবেন বলে জানা গিয়েছে।
Mainak Debnath