প্রায় এক বিঘে ধানের জমিতে চাষ করেছিলেন কৃষক। ধান জমির মধ্যেই ধান কেটে ছয়টি গাদা স্তূপ আকারে রেখেছিলেন তিনি। ভেবেছিলেন পরেই দিনই ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবেন। অভিযোগ, সেই তিন তিনটি ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীর দল।
advertisement
তিন তিনটি ধানের গাদায় যাতে সমানভাবে আগুন লাগতে পারে সেই কারণে দুষ্কৃতীরা রবিবার মধ্যরাতে পরিকল্পনামাফিক ধানের আটি ফেলে তিনটি স্তুপের সঙ্গে সমন্বয়ে করেছে যাতে একটি ধানের গাদার আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে অন্য ধানের গাদায়। আর সেই পরিকল্পনাই সফল হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে তিনটি গাদার আগুন।
আরও পড়ুনঃ রাতভর নিখোঁজ! সকালে ডোবার জলে ভেসে উঠল দেহ, অতিরিক্ত নেশাই চা বিক্রেতার জীবন কাড়ল
ধানের গাদায় আগুন লাগার কারণ তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত কৃষকের অনুমান, পুরনো কোন শত্রুতা থেকেই কেউ এমন কোন কাণ্ড ঘটিয়েছেন।
