অতীতে বেশিরভাগ এই সমস্ত ছোট ছোট রথ বানাতে দেখা যেত নিজেদেরকেই। তবে এই সমস্ত ছোট ও মাঝারি রথ দোকানেও কিনতে পাওয়া যায়। বিভিন্ন দোকানদাররা রথের সিজনে কাঠের ছোট মাঝারি রথ বিক্রি করে থাকেন। ঠিক তেমনই নদিয়ার রানাঘাটের একটি পরিবার কাঠের রথ তৈরি করে বিক্রি করছেন আনুমানিক প্রায় ৩৫ বছর ধরে আর তা চলে যাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে।
advertisement
আরও পড়ুন: আর কাদা মেখে পৌঁছতে হবে না সাংসদের বাড়ি! সারাই করবে রাজ্য! উদ্যোগ নিলেন খোদ বিধায়ক
মূলত তারা রথ তৈরি করে থাকেন ছোট ও মাঝারি ধরনের। তাদের বানানো এই কাঠের রথগুলি রানাঘাট তার পার্শ্ববর্তী অঞ্চল ছাড়াও কলকাতা, বাঁকুড়া, মেদিনীপুর, শিলিগুড়ি পর্যন্ত চলে যায়। রথ উৎসব চলে গেলে আবার তারা অন্য পেশায় চলে যান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
১০০ টাকা থেকে ৮০০০ টাকা দামের রথ তৈরি করে বিক্রী করেন তারা। ছোট ও মাঝারি বিভিন্ন রঙে কারুকার্য করা এই কাঠের রথগুলিতে চেপে বসেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী।
Mainak Debnath