যখন ব্যাগটি তাঁর পায়ে বার বার বাধছে দেখে তখন তিনি তার পাশে দাড়ানো বি এস এফ জোয়ানকে ডেকে বলেন ব্যাগের মালিকের সন্ধান করতে। তখন সেই বিএসএফ জোয়ান ট্রেনের মধ্যে ব্যাগটি দুই হাত দিয়ে উচু করে চিৎকার করে জানতে চান ব্যাগটি কার? কিন্তু মালিকের কোনও সন্ধান না পেয়ে তার ব্যাগের মধ্যে মালিকের ঠিকানা খুজতে গিয়ে ব্যাগের চেন খুলতেই তাদের চক্ষু চড়কগাছ। তারা দেখতে পায় ব্যাগের মধ্যে সাজানো আছে কয়েকটা ৫০০ টাকার বান্ডিল।
advertisement
এর পরেই আড়ংঘাটা স্টেশনে নেমে স্টেশন মাস্টারের কাছে গিয়ে পুরো ঘটনাটা বলেন তারা। এরপর বিভিন্ন জায়গায় ফোন করে টাকার মালিকের সন্ধান পাওয়া যায়। খবর পাওয়া মাত্রই টাকার মালিক আড়ংঘাটা স্টেশনে আসলে তিনি সমস্ত প্রমান দিলে দত্তপুলিয়ার শিল্পা সাধুখা ব্যাগসহ পুরো সাত লক্ষ টাকা, টাকার মালিক দত্তপুলিয়ার চিরঞ্জীব মন্ডলের হাতে তুলে দেন। টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রমাণ করলেন এখনও মানবিকতা হাড়িয়ে যায়নি পৃথিবী থেকে।





