সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালায়। জল কচুরিপানা ব্যবহার করে সীমান্ত পেরিয়ে সোনার বিস্কুট চালান করতে গিয়ে চোরাকারবারী হাতেনাতে ধরা পড়ে। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটের ওজন মোট ২৩৫৪.৭৩ গ্রাম। এর মূল্য ৩,০৫,৯৯,৭১৬ টাকা।
advertisement
জানা যাচ্ছে, মঙ্গলবার বিকেলে বিওপি টুঙ্গির জওয়ানরা সুনির্দিষ্ট তথ্য পায়, কিছু বাংলাদেশি চোরাকারবারী সোনা নিয়ে সীমান্ত অতিক্রম করার পরিকল্পনা করছে। দুই সন্দেহভাজন ব্যক্তিকে একটি হ্রদের মধ্য দিয়ে ভারতের দিকে এগিয়ে আসতে দেখা যায়। তাঁরা জল কচুরিপানার নীচে লুকিয়ে ছিল। অ্যাম্বুশ দল তাঁদের চ্যালেঞ্জ করে এবং তাঁদের ঘিরে ফেলার চেষ্টা করে। অভিযানে একজন চোরাকারবারী হাতেনাতে ধরা পড়লেও অন্যজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এই ঘটনার পরপরই আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। সেই সময় বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। পরীক্ষা করে ২০টি সোনার বিস্কুট পাওয়া যায়। বিএসএফ বাহিনী সঙ্গে সঙ্গে সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে। ধৃত চোরাকারবারীকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বিওপি টুঙ্গিতে নিয়ে আসা হয়।
