ফলে রাস্তা আগের অবস্থাতেই থেকে যায়। বরং আরও ভেঙে পড়েছে। রাস্তার দুঃস্থ অবস্থার ফলে প্রতিদিন ধুলোবালির প্রকোপে হাঁপিয়ে উঠছেন সাধারণ মানুষ। শীতকালে এই ধুলোঝড়ের কারণে শ্বাসকষ্টের সমস্যা আরও প্রকট হয় বলে অভিযোগ। কিন্তু পথ অবরোধে আটকে পড়া লরি চালকদের অসুবিধার কথা মাথায় রেখে আন্দোলনকারীরা রাস্তায় খিচুড়ি রান্না করে তাদের খাবারের ব্যবস্থা করেন।
advertisement
আরও পড়ুন : ভালবাসার ‘ফুল’ কাঁদিয়ে ছাড়বে! বিয়ের মরশুমে লাল গোলাপের দাম আকাশ ছোঁবে, আশঙ্কা বিক্রেতাদের
একইসঙ্গে নিজেদেরও দীর্ঘ আন্দোলনের সময় খাদ্যের জোগান দেন গ্রামবাসীরা। প্রায় কয়েক ঘণ্টার অবরোধে পরিস্থিতি জটিল হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন পি.ডব্লিউ.ডি বিভাগের আধিকারিক এবং রানাঘাট থানার আইসি। আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন তাঁরা। প্রশাসনের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে রাস্তা তৈরির কাজ দ্রুত শুরু না হলে তারা আবারও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে এসবের মধ্যেও গ্রামবাসীরা যেভাবে মানবিকতার খাতিরে আটকে পড়া লরি চালকদের জন্য খাবারের আয়োজন করেছেন, তাতে সাধুবাদ দিয়েছেন সকলে। অনেকেই বলছেন নিজেদের দাবি পূরণের জন্য রাস্তায় নামলেও, তাঁরা অন্যদের অসুবিধার কথাটিও মাথায় রেখেছেন।





