স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার জাতীয় সড়কের পাশেই একটি চায়ের দোকানে রয়েছে। সেখানে দু’টি প্রাইভেট গাড়ি দাঁড়িয়েছিল। সেগুলিতেই ধাক্কা মারে একটি বাস। এদিন কৃষ্ণনগর-কালীগঞ্জ রুটের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দু’টি গাড়ি ও দোকানে ধাক্কা মারে।
আরও পড়ুনঃ ছোট্ট ছোট্ট সারমেয়দের হাড্ডাহাড্ডি লড়াই! মধ্যমগ্রামে জমাটি ডগ শো, চারপেয়েদের কেরামতি দেখতে ভিড়
advertisement
ভরদুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কেউ হতাহত হননি। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে ধুবুলিয়া থানার পুলিশ। সেই সঙ্গেই ঘটনার তদন্তও শুরু হয়েছে।
প্রসঙ্গত, রবিবার নদিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এদিন সকালে নাকাশিপাড়ার বেথুয়াডহরীতে ১২ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হয় এক বাইক আরোহীর। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মৃতের নাম সম্রাট মণ্ডল (২৮)। তিনি বেথুয়াডহরীর যুগনীতলার বাসিন্দা। ইতিমধ্যেই ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।
একইদিনে নদিয়ায় ১২ নং জাতীয় সড়কে একাধিক দুর্ঘটনা। বেথুয়াডহরীর ঘটনার রেশ কাটতে না কাটতেই দুপুরে ধুবুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি ও দোকানে পরপর ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাস। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
