পড়ুয়াদের অভিযোগ, শুক্রবার স্কুল চলাকালীন মদ্যপ অবস্থায় বার্নিয়া হাইস্কুলে যান বার্ণিয়া পঞ্চায়েতের প্রধান তরুণ ঘোষ। স্কুলে ঢুকেই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে অভব্য আচরণ ও গালিগালাজ করেন। এমনকি তাঁদের মারধরও করতে যান বলে অভিযোগ। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ প্রধানের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় সোমবার স্কুল খুলতেই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় তারা।
advertisement
ছাত্রীদের দাবি, এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। পঞ্চায়েত প্রধান স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যা করেছেন, একই ঘটনা দু’দিন পর পড়ুয়াদের সঙ্গেও করবেন না তার নিশ্চয়তা কোথায়! অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বার্ণিয়ায় তেহট্ট ঘাট-দেবগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশিপাড়া থানার পুলিশ।
এদিকে দুর্ঘটনা বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বারবার প্রশ্ন করা সত্ত্বেও প্রধানের নাম মুখে আনতে চাননি তিনি। প্রধান শিক্ষকের এমন আচরণ বিষয়টিকে আরও অসংগতিপূর্ণ করে তুলছে।