TRENDING:

Nadia News: ফের 'ঘাতক' অতিরিক্ত গতি, কৃষ্ণনগরে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, গুরুতর জখম অন্তত ৩০

Last Updated:

দুটি বাসের রেষারেষির জেরে বাস উল্টে জখম অন্তত ৩০ যাত্রী। সোমবার সকালে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর এলাকায় কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর: দুটি বাসের রেষারেষির জেরে বাস উল্টে জখম অন্তত ৩০ যাত্রী। সোমবার সকালে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর এলাকায় কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দু’টি বাস নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগর আসছিল। নিজেদের মধ্যে রেষারেষির ফলে জাহাঙ্গীরপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এর ফলে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী জখম হন।
রাজ্য সড়কে বাস দুর্ঘটনা
রাজ্য সড়কে বাস দুর্ঘটনা
advertisement

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। ওই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। পুলিশ দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও খালাসি পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শ্যামাসঙ্গীত থেকে আধুনিক! তারাপীঠের সেবায়েতের কণ্ঠে গানের জাদুতে মুগ্ধতার রেশ
আরও দেখুন

উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে পথ দুর্ঘটনা। প্রশাসনের  সচেতনতামূলক কর্মসূচির পরেও হুঁশ ফিরছে না একশ্রেণীর মানুষের। দেখা যাচ্ছে বেশিরভাগ পথ দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ অতিরিক্ত গতি। যে-কোনও রাস্তায় নির্ধারিত গতির থেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্যই ঘটছে ভয়ানক দুর্ঘটনা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ফের 'ঘাতক' অতিরিক্ত গতি, কৃষ্ণনগরে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, গুরুতর জখম অন্তত ৩০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল