TRENDING:

বেনারস বেড়াতে গিয়ে সর্বস্বান্ত নদিয়ার ভাই-বোন! তাদের সঙ্গে যা ঘটল, রীতিমতো হতাশ সবাই

Last Updated:

বেনারস বেড়াতে গিয়ে সর্বস্বান্ত হলেন দুই ভাই বোন। নদিয়ার বাসিন্দা ওই দুই ভাই বোন সাত দিনের জন্য বেনারস বেড়াতে গিয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোতোয়ালি, নদীয়া, সমীর রুদ্র: বেনারস বেড়াতে গিয়ে সর্বস্বান্ত হলেন দুই ভাই বোন। নদিয়ার বাসিন্দা ওই দুই ভাই বোন সাত দিনের জন্য বেনারস বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফিরতেই মাথায় হাত। তাদের অনুপস্থিতিতে সর্বস্বান্ত করে দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগর চৌরাস্তা মোড়ে।
কোতোয়ালি থানা
কোতোয়ালি থানা
advertisement

ওই এলাকার বাসিন্দা পার্থ সেন ও তার বোন শ্রাবণী সেন। দুজনেই অবিবাহিত। দুই ভাই বোন থাকতেন বাড়িতে। সাত দিন আগে বেনারস বেড়াতে যান তারা। বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফিরতেই দেখেন বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। তা দেখে অবাক হয়ে যান তারা। প্রতিবেশী যুবক পাঁচিল টপকে ভিতরে গিয়ে দরজা খুললে বাড়িতে ঢোকেন তাঁরা। বাড়িতে ঢুকতেই মাথায় হাত তাদের। দেখেন প্রতিটি ঘরের দরজা, আলমারির দরজা ভাঙা। সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

advertisement

আরও পড়ুন: গাঁদা ২০০, গোলাপ ২৫০, বাকি…! হু হু করে বাড়ছে ফুলের দাম, জানুন ফুল বাজারের হালহকিকত

আলমারিতে রাখা লক্ষাধিক নগদ টাকা ও সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী উধাও। বুঝতে পারেন তাদের অনুপস্থিতিতে দুষ্কৃতীরা সমস্ত জিনিসপত্র লুঠ করে নিয়ে গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই ভিড় জমান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত।

advertisement

আরও পড়ুন: চা বাগানে শুয়ে ১২ ফুটের ‘যমদূত’! দেখেই পগারপার শ্রমিকরা, উদ্ধারেও কালঘাম ছুটল পরিবেশকর্মীদের

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অন্যদিকে এমন চুরির ঘটনায় রীতিমতো হতাশ ওই দুই ভাই বোন। তারা কখনওই ভেবে উঠতে পারেননি, এইভাবে তাদের বেনারস ঘুরতে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা তাদের বাড়িতে হানা দেবে এবং সর্বস্ব লুঠ করে নিয়ে পালাবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেনারস বেড়াতে গিয়ে সর্বস্বান্ত নদিয়ার ভাই-বোন! তাদের সঙ্গে যা ঘটল, রীতিমতো হতাশ সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল