TRENDING:

বিশেষ পুজো, হোমযজ্ঞ আরও কত কী! জন্মাষ্টমীতে সাজো সাজো রব ইসকন মায়াপুরে, দেখলে মন ভরে যাবে আপনারও

Last Updated:

ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখাকেন্দ্রে ভগবান শ্রীকৃষ্ণের  শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী মহোৎসব পালিত হবে যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতি নীতি মেনে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মায়াপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ইসকন মায়াপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবকে ঘিরে সাজো সাজো রব। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখাকেন্দ্রে ভগবান শ্রীকৃষ্ণের  শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী মহোৎসব পালিত হবে যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতি নীতি মেনে।
advertisement

এদিন সকাল থেকেই চলছে সেই প্রস্তুতি। আর এই উৎসবকে কেন্দ্র করে উপস্থিত হয়েছে বহু দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্ত। ইসকন সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টার পর শুরু হয় বিশেষ পুজো ও হোমযজ্ঞ।

আরও পড়ুন: পুকুরের দিকে নজর রাখতেই চোখে পড়ল ভয়ঙ্কর ঘটনা! ছুটে এল পুলিশ! ৪ লক্ষ টাকা জলে গেল মালিকের

advertisement

নদিয়ার ইসকন সূত্রে আরও জানা যায়, আজ ১৬ আগস্ট ২০২৫ শনিবার পালন করা হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব শুভ জন্মাষ্টমী ও আগামীকাল ১৭ আগস্ট ২০২৫ রবিবার পালিত হবে নন্দোৎসব সহ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এ. সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৯ তম জন্মজয়ন্তী পালন করা হবে। স্থানীয় ও বিদেশি অসংখ্য ভক্ত সমাগম হয় এই উৎসবকে কেন্দ্র করে। কঠোর করা হয় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাতের সপ্ত প্রহরের পর অষ্টম প্রহরে এক সংকটময় সময়ে শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী রূপে দুর্যোগ দূর্বিপাকের মধ্যে মথুরায় কংশের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। তিনি কঠোর হস্তে অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করেছিলেন। প্রেম, সখ্য, মৈত্রী ও শান্তি স্থাপন করেছিলেন। তাঁর জীবন, বানী আদর্শ ও শিক্ষা আজও সমানভাবে গ্রহনীয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিশেষ পুজো, হোমযজ্ঞ আরও কত কী! জন্মাষ্টমীতে সাজো সাজো রব ইসকন মায়াপুরে, দেখলে মন ভরে যাবে আপনারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল