যার নাম রোড স্টেশন। যে কারণে আজও কৃষ্ণনগর চার গেটের আগে বাস স্টপেজকে রোড স্টেশন নামেই অনেকে চেনে। এখন টেশনের ওপর দিয়ে রেলের চাকার গড়ালেও, এককালে এই স্থানে ছিল ছোট একটি স্টেশন। দাঁড়াত ছোট রেল। পুনরায় সেই জায়গায় স্টেশন তৈরি করে ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য রোড স্টেশন বাঁচাও কমিটির আবির্ভাব হল। তাদের দাবি শুধু আমঘাটা স্টেশন করলে হবে না, নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত যেই নতুন ট্রেন চলছে, তাতে নতুন করে রোড স্টেশন চালু করা হোক।
advertisement
আরও পড়ুন: এক সময় ছিল জেলার গর্ব, আজ চাহিদা তলানিতে! মুর্শিদাবাদ রেশম শিল্পের দৈন্যদশা, মুখ ফেরাচ্ছেন অনেকে
কারণ এই জায়গার ভৌগোলিক গুরুত্ব রয়েছে যথেষ্ট। এই রাস্তা দিয়েই রাজ্য সড়ক চলে গিয়েছে। যেটি পূর্ব বর্ধমান এবং নদিয়াকে সংযুক্ত করছে। এখানে স্টেশন হলে বহু মানুষের উপকার হবে বলে জানান তারা। ইতিমধ্যেই রেলের বিভিন্ন দফতরে এই কমিটি চিঠি দেবে বলেও জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর নবদ্বীপ ঘাট পর্যন্ত না হলেও কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে সাধারণ মানুষের জন্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে সাধারণ মানুষের দাবি আমঘাটা নয় নবদ্বীপ ঘাট পর্যন্ত সেই ট্রেন নিয়ে যাওয়া হোক। ইতিমধ্যেই রেলের তরফ থেকে সেই কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। তবে এরই মাঝে নতুন এক দাবি উঠল সাধারণ মানুষের পক্ষ থেকে। আমঘাটা ও কৃষ্ণনগরের মাঝে নতুনভাবে রোড স্টেশন নির্মাণ করে সেখানে সেই লোকাল ট্রেনের স্টপেজ দেওয়া হোক।





