TRENDING:

Nadia News: আর ঢুকতে পারবে না অনুপ্রবেশকারীরা! বাংলাদেশ সীমান্তে যা করল পুলিশ, এবার আর সাহস হবে না!

Last Updated:

Nadia News: সম্প্রতি ভারত বাংলাদেশের সংঘাত আবহে লাগাতার অনুপ্রবেশের সংখ্যা বেড়েই চলেছে নদিয়াতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: অবৈধভাবে ভারতে প্রবেশ নিয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে করা সতর্কতা জেলা পুলিশের। বিগত কয়েক মাসের মধ্যে প্রায় ৫০০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী একাধিক থানা। এবার অনুপ্রবেশের বিরুদ্ধে আরও কড়া সতর্কতা জারি করল জেলা পুলিশ। বৃহস্পতিবার অনুপ্রবেশকারী গ্রেফতার নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। সম্প্রতি ভারত বাংলাদেশের সংঘাত আবহে লাগাতার অনুপ্রবেশের সংখ্যা বেড়েই চলেছে নদিয়াতে।
লাগাতার সীমান্তবর্তী এলাকা থেকে অনুপ্রবেশকারীদের চলছে পাকড়াও
লাগাতার সীমান্তবর্তী এলাকা থেকে অনুপ্রবেশকারীদের চলছে পাকড়াও
advertisement

ভারতীয় দালাল চক্রের সাহায্য নিয়ে বাংলাদেশি নাগরিকরা অনায়াসে অবৈধভাবে ঢুকে পড়ছে ভারতের ভূখণ্ডে। এরপর ভারতীয় নথিপত্র তৈরি করে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কর্মসূত্রে। পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে তখনই ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেফতার হচ্ছে পুলিশের জালে। আগামী দিনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কী কী করা পদক্ষেপ নিতে চলেছে, সেই নিয়ে মুখ খুললেন অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার। তিনি জানান, বেশিরভাগ বাংলাদেশি নাগরিকরা ভারতের প্রবেশ করছে শুধু কাজের সন্ধানে, আর সেই সুযোগ ব্যবহার করছে ভারতীয় দালালরা।

advertisement

প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএসএফ ও পুলিশের তরফে আলোচনা করা হয়েছিল, কীভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী দমন করা যায়। এর পরে শুরু হয় ধরপাকড়। একদিকে যেমন গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশিদের, অন্যদিকে ভারতীয় দালালদের বিরুদ্ধে একই অ্যাকশন চলছে পুলিশের তরফে। সর্বোপরি প্রায় ৫০০ বাংলাদেশি অনুপ্রবেশকারী এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে। অন্যদিকে দালালদের গ্রেফতারের সংখ্যাটাও কম নয়। আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে জেলা পুলিশ।

advertisement

বিএসএফ যেমন কড়া নজরদারি বাড়িয়েছে সীমান্তে, জেলা পুলিশের তরফ থেকেও সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে চলছে কড়া নজরদারি। আগামী দিনে বিএসএফ ও পুলিশ একত্রিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দমন করতে চালিয়ে যাবে লাগাতার অভিযান।

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

—- Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: আর ঢুকতে পারবে না অনুপ্রবেশকারীরা! বাংলাদেশ সীমান্তে যা করল পুলিশ, এবার আর সাহস হবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল