নদিয়ার শান্তিপুর বেড় পাড়ার বাসিন্দা পিন্টু উদ্দীন আলির স্ত্রী হাসিনা বিবি মাসকয়েক আগে এই রোগে আক্রান্ত হন। যত দিন যায়, ততই বাড়তে থাকে জরায়ু টিউমারের ওজন। দরিদ্র পরিবার হওয়ার কারণে হাসপাতালই একমাত্র ভরসা ছিল তাঁদের। চিকিৎসক পবিত্র ব্যাপারির নেতৃত্বে গঠিত হয় একটি বিশেষ টিম। চারজন চিকিৎসকের উদ্যোগে অস্ত্রপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। আরও এক ঝুঁকিপূর্ণ বিষয় রক্তের ছিল যোগান। কারণ শান্তিপুর হাসপাতালে নেই ব্লাড ব্যাংক। তবুও চিকিৎসকদের চেষ্টায় যোগাড় করা হয় রক্ত।
advertisement
আরও পড়ুন: ফের নাগেশ্বরী চা বাগানে উদ্ধার লেপার্ড, এবার আহত অবস্থায়! পরপর একই ঘটনায় ঘুম উড়ল বন দফতরের
এরপর অ্যানাস্থেসিস্ট, গাইনোকলজিস্ট ও আরও দুই অভিজ্ঞ চিকিৎসকের প্রচেষ্টায় এদিন শান্তিপুর হাসপাতালে অস্ত্রপচার হয় হাসিনা বিবির। হাসিনা বিবির এই জটিল অস্ত্রপচার সফল হবে কিনা এই নিয়ে ধোঁয়াশায় ছিল পরিবার। আশ্বস্ত করেছিলেন চিকিৎসকরা। অবশেষে সাফল্য অর্জন করেন চিকিৎসকরা। দীর্ঘ সময়ের অস্ত্রপচারে সফল হয়। স্বামী পিন্টু উদ্দিন আলি জানিয়েছেন, তিনি ভাবতেই পারেননি সরকারি হাসপাতালে এই পরিষেবা তিনি পাবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে কুর্নিশ জানিয়েছেন চিকিৎসকদের। সফল অস্ত্রপচারের পরে গাইনোকলজিস্ট চিকিৎসক পবিত্র ব্যাপারির দাবি, পরিবার যখন হাসিনা বিবিকে হাসপাতালে নিয়ে আসেন, তখন ততটা বিষয়টি উদ্বেগজনক ছিল না। কিন্তু যত সময় গড়াচ্ছিল, ততই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল বিষয়টি। অস্ত্রপচার ছাড়া ছিল না কোনও উপায়। হাসপাতালে নেই পর্যাপ্ত পরিকাঠামো, তাই একটু ঝুঁকি হলেও সিদ্ধান্ত নেন অস্ত্রপচারের। এখন সুস্থ হাসিনা বিবি। প্রাণঘাতী পাঁচ কেজির জরায়ু টিউমার থেকে এখন মুক্ত হাসিনা বিবি।






