অপরদিকে নদিয়ার বিস্তীর্ণ এলাকার পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু এলাকার মানুষজন মৃতদেহ সৎকারের জন্য নবদ্বীপ মহাশ্মশানে আসেন। গৌরাঙ্গ সেতু দিয়ে বড় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকায় সমস্যায় পড়েন মৃতদেহ সৎকার করতে আসা মানুষজন। গাড়ি-সহ সেতু পারাপার করতে নিষেধাজ্ঞা থাকায় বহু মানুষ মৃতদেহ সৎকার করতে নবদ্বীপ শ্মশানে আসতে পারছেন না।
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে কৃষকের সোনালি ফসল পুড়িয়ে ছারখার করল দুষ্কৃতীর দল! তদন্তে শান্তিপুর পুলিশ
অবশেষে শ্মশান যাত্রীদের কথা ভেবে পুরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় বড় গাড়িতে আসা মৃতদেহ-সহ শ্মশান যাত্রীরা গৌরাঙ্গ সেতুর নিচে গাড়ি রেখে নৌকায় পৌঁছে যাবেন নবদ্বীপ মহাশ্মশানে। পরবর্তীতে দাহকার্য শেষ হলে পুনরায় ওই নৌকাতেই শ্মশান যাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে গৌরাঙ্গ সেতুর পূর্ব পাড়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেক্ষেত্রে শ্মশান যাত্রীদের আসা এবং যাওয়ার ভাড়া ধার্য করা হয়েছে এক হাজার টাকা। এমনই জানান, পুরপিতা বিমান কৃষ্ণ সাহা। তিনি বলেন, পুরসভা ব্যবস্থা করলেও ভাড়ার টাকা নেবে নৌকার মাঝি। সেই মতো এদিন থেকে শুরু হয় মৃতদেহ নিয়ে নৌকায় শ্মশান যাত্রীদের পারাপার। যা অব্যাহত থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।





