এদিন প্রায় ১৭ টি মতুয়া সম্প্রদায়ের মানুষের দল ডঙ্কা নিয়ে তাদের ডঙ্কা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরুষদের সঙ্গে সমান তালের তাল মিলিয়ে ডঙ্কা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মহিলা ডঙ্কা প্রতিযোগীরাও। প্রতিটি দলকে ২০ মিনিট করে সময় দেওয়া হয় তাদের প্রতিভা জনসমক্ষে তুলে ধরার জন্য।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস হল কেন? ইউনূসের আজব জবাব! উল্টে ভারতকে চিঠি, লজ্জায় মাথা হেঁট বাংলাদেশের
advertisement
তবে প্রতিটি দলই তাঁদের নিজস্ব ভঙ্গিমায় ডঙ্কা বাজান। সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকা বিচারকগণ পর্যবেক্ষণ করেন ধর্মীয় আবেগ প্রার্থনা বিভিন্ন বাদ্যযন্ত্রের পারদর্শিতা বেশভূষা এবং দলগত মেলবন্ধন। আর এর উপরেই ভিত্তি করে তাদের অনুপ্রেরণা যোগানোর জন্য বাদ্যযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য প্রথম পুরস্কার হিসেবে উইনারস ট্রফি এবং ১০ হাজার টাকা নগদ, দ্বিতীয় পুরস্কার হিসেবে রানার্স ট্রফি এবং ৭০০০ টাকার নগদ পুরস্কার দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।
Mainak Debnath