TRENDING:

ডাকাতির ছক কষে ঘন জঙ্গলে ঘাপটি মেরেছিল! পুলিশ খবর পেতেই... নদিয়ায় কুখ্যাত দুষ্কৃতীদের ঠেক

Last Updated:

বড়সড় দুষ্কৃতী কার্যকলাপের ছক ভেস্তে দিল ধুবুলিয়া থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধুবুলিয়া, নদিয়া, সমীর রুদ্রঃ ডাকাতির ছক ভণ্ডুল। ব্যাঙ্ক, গয়নার দোকান কিংবা কোনো গৃহস্থের বাড়িতে ডাকাতির ছক কষেছিল একদল কুখ্যাত দুষ্কৃতী। কিন্তু কার্যসিদ্ধির আগেই সেই খবর পৌঁছে যায় ধুবুলিয়া থানার পুলিশের কাছে। ফলে ডাকাতির আগেই ধরা পড়ে যায় পাঁচ দুষ্কৃতী।
ডাকাতির ছক ভণ্ডুল গ্রেফতার ৫ দুষ্কৃতী
ডাকাতির ছক ভণ্ডুল গ্রেফতার ৫ দুষ্কৃতী
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধুবুলিয়ার পরিত্যক্ত টিবি হাসপাতালের পিছনের জঙ্গলে জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী। ধুবুলিয়া এলাকায় কোনো বড়সড় ডাকাতির পরিকল্পনা করেছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ধুবুলিয়া থানার পুলিশ।

আরও পড়ুনঃ কৃষ্ণনগরের বাসে উঠেছিল ওই দু’জন, চটি দেখেই যা বোঝার বুঝে গেল BSF! তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ! সর্বনাশ! চটিতে এই কী জিনিস!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশ দেখা মাত্রই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। তাদের পিছু নিয়ে ধাওয়া করে পুলিশ বাহিনী। পাঁচজন দুষ্কৃতী ধরা পড়েছে পুলিশ খপ্পরে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা হয় এমন সরঞ্জাম উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নদিয়া জেলা-সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ডাকাতির পরিকল্পনা নিয়ে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল এখানে। ধৃতদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ধুবুলিয়া পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডাকাতির ছক কষে ঘন জঙ্গলে ঘাপটি মেরেছিল! পুলিশ খবর পেতেই... নদিয়ায় কুখ্যাত দুষ্কৃতীদের ঠেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল