এক রাতে পর পর বারোটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালীগঞ্জে। গৃহকর্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীরা লুঠপাট চালিয়ে যাওয়ার সময় বেঁধে রেখে যায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে কালীগঞ্জ থানার জুড়ানপুর ফাঁড়ির অন্তর্গত আকন্দবেড়িয়া গ্রামে ১২ টি বাড়ি থেকে দুষ্কৃতীরা নগদ প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা ও ৬ ভরি সোনার গয়না চুরি করে চম্পট দেয় বলে অভিযোগ।
advertisement
সেই সময় বাড়ির লোকজন সকলেই ঘুমাচ্ছিলেন। এর মধ্যে স্থানীয় বাসিন্দা শুকিলা বিবির অভিযোগ, দুষ্কৃতীরা তাদের বাড়িতে ঢুকে ছেলের ঘরে ঢুকে কিছু একটা ছড়িয়ে দেয় তাতে ছেলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর আরও এক দুষ্কৃতী তার কাছে গিয়ে মাথায় বন্দুক ধরে ঘরে লুঠপাট চালায়।
তিনি ভয়ে চিৎকার করতে পারেননি। দুষ্কৃতীরা যাওয়ার সময় তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে যায়। এমনকি তার কানের দুল খুলে নিয়ে যায়। একই অভিযোগ নূর ইসলাম সেখের। তার দাবি চার জন দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে তার বুকে বন্দুক ঠেকিয়ে লুঠপাট চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা সাড়ে তিন ভরি সোনার গয়না লুঠ করে।
এছাড়াও আরও দশটি বাড়িতে দুষ্কৃতীরা লুঠপাট চালায় বলে অভিযোগ। সকালে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি টের পান বাড়ির লোকজন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী।