এর আগেও ৪ কোটি টাকার বেশি টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছিল পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জির বিরুদ্ধে। ফের নদিয়ার গয়েশপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সুকান্ত চ্যাটার্জির বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁরই দলের কাউন্সিলররা।
আরও পড়ুনঃ সতর্ক করা সত্ত্বেও ভ্রূক্ষেপ নেই! ঘটল সেই অঘটন, মাঝরাতে হাসপাতালে ছুটলেন চেয়ারম্যান সৌমেন খান
advertisement
কাউন্সিলরদের অভিযোগ, পৌরসভায় কোন মিটিং ডাকছেন না পৌরপ্রধান। টেন্ডার ছাড়াই কাজ করিয়ে নিচ্ছেন। ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ হচ্ছে কোটি কোটি টাকার। এমনকি আর্থিক দুর্নীতির অভিযোগও তুলেছেন তাঁরা। বারংবার এই অভিযোগ তুললেও এখনও পর্যন্ত কোন ব্যবস্থাই নেয়নি দল। কাউন্সিলরদের আরও অভিযোগ, গয়েশপুরে টেন্ডার ছাড়াই টেন্ডারের প্রক্রিয়া শেষ হওয়ার আগে থেকেই প্রায় ২ কোটি ২৮ লাখ টাকার রাস্তার কাজ শুরু করে দিয়েছেন পৌরপিতা সুকান্ত চ্যাটার্জি।
যদিও এই অভিযোগ স্বীকার করেছেন সুকান্ত চ্যাটার্জি। তিনি বলেন, যে রাস্তাটির কাজ চলছে, সেটি ভগ্নপ্রায় ছিল। মানুষের চলাচলের অসুবিধা হচ্ছিল। তাই তড়িঘড়ি রাস্তার কাজ শুরু করে দেওয়া হয়েছে। তিনি বলেন, স্থানীয় ঠিকাদারদের দিয়ে কাজটি করানো হচ্ছে। কয়েকমাস আগে এই পুর প্রধানের বিরুদ্ধে আনাস্থা এনেছিলেন ১১ জন তৃণমূল কাউন্সিলর। ফের দুর্নীতির অভিযোগ তুললেন ক্ষুব্ধ কাউন্সিলররা।