TRENDING:

Nadia News: নদী-পাড়ে পড়ে জামা-কাপড়, নদিয়ায় রহস্যজনকভাবে নিখোঁজ যুবক

Last Updated:

নদিয়ার পলাশিপাড়া থানার অন্তর্গত সাহেবনগরে আচমকাই নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন যুবক! চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পলাশিপাড়া, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার পলাশিপাড়া থানার অন্তর্গত সাহেবনগরে আচমকাই নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন যুবক! চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২৬-এর যুবক সুমেষ বৈরাগ্য মানসিক ভারসাম্যহীন। সাহেবনগরের কালীতলা নদীর ঘাটের পাশে পড়ে থাকতে দেখা যায় ওই যুবকের জামা, প্যান্ট ও জুতো। বহু খোঁজাখুঁজির পরেও যুবকের কোনও খোঁজ মেলেনি। পুলিশ স্থানীয় ডুবুরিদের জলে নামান! কিন্তু শত চেষ্টার পরও কোনও কিনারা মেলে না! অবশেষে তলব করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে। কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা অনুমান করছেন, যুবক হয়তো নদীতে ঝাঁপ দিয়েছেন।
ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ
ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে নিখোঁজ যুবকের মা মারা যান, আর তিন মাস আগে তাঁর বাবা স্মৃতিনাথ বৈরাগ্য দ্বিতীয়বার বিয়ে করেন। পরিবারে কোনও অশান্তি বা ঝামেলা ছিল না বলেই জানা গিয়েছে। বাড়ির পরিচারিকার থেকে জানা যায়, এই প্রথমবার যুবক নিখোঁজ হয়েছে, এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

সেরা ভিডিও

আরও দেখুন
কোণঠাসা কাস্তে, ভবিষ্যৎ অন্ধকারে! মেশিনের চাহিদা বাড়তেই আর ঘুরে তাকাচ্ছেন না চাষিরা
আরও দেখুন

খবর পেয়ে পলাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় সিসি ক্যামেরা। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, প্রশাসনের তৎপরতায় শীঘ্রই যুবকের খোঁজ মিলবে। তবে সোমবার সকাল পর্যন্ত ওই যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিপর্যয় মোকাবিলা দফতর এবং পুলিশ প্রশাসন লাগাতার খোঁজ চালাচ্ছেন যুবকের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নদী-পাড়ে পড়ে জামা-কাপড়, নদিয়ায় রহস্যজনকভাবে নিখোঁজ যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল