পাশাপাশি বাজারে এখন ক্রিসমাসের নানা সামগ্রীর রমরমা বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে স্যান্টাক্লজকে ঘিরে উন্মাদনা রয়েছে আট থেকে আশি সকলের মধ্যেই। লাল-সাদা পোশাক, টুপি, দাড়ি- সবমিলিয়ে স্যান্টাক্লজের কস্টিউমের চাহিদা এবছর বেশ চোখে পড়ার মতো। শুধু তাই নয়, বাড়িতে প্রভু যীশুর মূর্তি বসানো এবং ক্রিসমাস ট্রি সাজানোর প্রবণতাও ক্রমশ বাড়ছে।
advertisement
আরও পড়ুন: স্ত্রীর জন্য বাঘের সঙ্গে লড়াই, চোখে চোখ রেখে জান লড়িয়ে দিলেন স্বামী! শেষে রণে ভঙ্গ, লেজ গুটিয়ে ছুট
সেই কারণেই যীশুর মূর্তি সহ নানা জিনিস বিক্রি হচ্ছে।নানা মাপের ক্রিসমাস ট্রি, রঙিন আলো, তারকা, ঘণ্টা, বল ও সাজসজ্জার বিভিন্ন উপকরণ নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। নদিয়া জেলার রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর-সহ বিভিন্ন বাজারে সকাল থেকেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের দাবি, এবছর বড়দের স্যান্টাক্লজ কস্টিউম এবং মাঝারি ও বড় আকারের ক্রিসমাস ট্রির চাহিদা সবথেকে বেশি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলের অনুষ্ঠান, ক্লাবের উৎসব এবং বাড়ির পারিবারিক উদ্যাপনের জন্যই এই চাহিদা বেড়েছে বলে মনে করছেন তাঁরা। বিক্রেতারা জানাচ্ছেন, বড়দিন যত এগিয়ে আসবে, ততই ভিড় আরও বাড়বে। গত কয়েক বছরের তুলনায় এবছর ভালো ব্যবসার আশা করছেন তাঁরা। উৎসবের মরসুমে ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যেই তাই এখন খুশির আমেজ।





