বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দুই চোরাকারবারি করিমপুর থেকে কৃষ্ণনগর গামী বাসে চেপে কোটি টাকার সোনা পাচারের চেষ্টা করছিল। গোপন সূত্রে সে খবর পৌঁছে যায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিজয়মঠ বর্ডার আউট পোস্টের বিএসএফের ১১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের কাছে। এরপরই জওয়ানরা সকাল ১০টা নাগাদ কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান এলাকায় ওঁত পেতে বসে থাকেন। বাসটি সেখানে আসতেই জওয়ানরা বাসটি থামিয়ে সন্দেহভাজন দুই চোরাকারবারিকে ধরে ফেলেন।
advertisement
আরও পড়ুন: শুভেন্দুর উপর হামলার পরই চমকে দিলেন রেখা পাত্র! কী করছেন জানেন? তোলপাড় সন্দেশখালি
তাদের কাছে তল্লাশি চালিয়েও কিছু না পাওয়ায় অবাক হয়ে যান বিএসএফ জওয়ানরা। এরপরই তাদের নজর পড়ে ওই দুই চোরাকারবারির চপ্পলের দিকে। চপ্পল হাতে নিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ। চপ্পলের তলা থেকে উদ্ধার হয় সাতটি সোনার বিস্কুট। যার মোট ওজন প্রায় এক কিলো গ্রাম এবং এর আনুমানিক মূল্য এক কোটি টাকা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চোরাকারবারিরা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তারা বাহক হিসাবে কাজ করত। জলঙ্গির কোনও ব্যক্তি তাদের কাছে এই সোনা তুলে দিয়েছিল, যা কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে অন্য একজনের কাছে হস্তান্তর করার কথা ছিল। তবে হস্তান্তর করার আগেই বিএসএফের জালে ওই চোরাাকারবারিরা।