চলতি মাসের ৩ তারিখ রাতে নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর এলাকায় বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর কাছ থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। গয়েশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। এবার সেই ঘটনাতেই ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুনঃ অন্ধকারে হারিয়ে যাচ্ছে ২৫ বছরের লড়াই! বড়দিনের আলোয় চার্চ ঝলমল করলেও ধুঁকছে যিশু-মূর্তি শিল্প
advertisement
গত ৩ ডিসেম্বরের এই ছিনতাইয়ের ঘটনায় রবিবার রাতে ৩ জনকে গ্রেফতার করে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম প্রমোদ সাক্সেনা, সুশান্ত সরকার ও অজয় সরেন। গয়েশপুর পুলিশ ফাঁড়ি সূত্রে খবর, গয়েশপুর সাঁতরাপাড়া থেকে প্রথমে সুশান্ত সরকারকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি দু’জনের হদিশ পাওয়া যায়। এরপর তাঁদেরকেও গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বরের এই ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। গয়েশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানোর পর তদন্তে নামে পুলিশ। এক মাস হওয়ার আগেই ৩ জনকে গ্রেফতার করে ফেললেন তদন্তকারীরা। রবিবার রাতে এই ৩ জনকে গ্রেফতার করা হয়। এদিন ধৃত ৩ জনকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে।
