পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বারুইহুদা দুর্লভ পাড়ার বাসিন্দা প্রবীর দুর্লভ পেশায় দিনমজুর। রোজগারের বেশিরভাগ টাকাই নেশা করে উড়িয়ে দেন তিনি। মাদকাসক্ত স্বামীর নেশা করা নিয়ে স্ত্রী প্রতিবাদ করলে তার উপরে অত্যাচার করতেন প্রবীর। স্বামী-স্ত্রীর মধ্যে এই নিয়ে অশান্তি লেগেই থাকত। ঘটনার দিন অর্থাৎ শুক্রবার রাতেও নেশা করে বাড়ি ফেরেন প্রবীর। নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর উপর অত্যাচার করছিলেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ কচুরিপানার ঝোপ থেকে উদ্ধার দু’দিন ধরে নিখোঁজ টোটো চালকের দেহ! জলে পচে বীভৎস চেহারা
মদ্যপ ছেলের হাত থেকে পুত্রবধূকে রক্ষা করতে সেই সময়ে ছেলে-বউয়ের ঘরে ছুটে আসেন প্রবীরের মা। বাধা দেন ছেলেকে। এরপরেই আসেন বাবা, সাধন দুর্লভ। ছেলের নেশা করার প্রতিবাদ করে তাকে শাসন করে গালে চড় কষিয়ে দেন বাবা, এমনটাই অভিযোগ। এরপরই ছেলে রেগে গিয়ে বাবার বুকে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাবা। তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাধনবাবুকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।