জানা যায়, নদিয়ার আড়ংঘাটার সলুয়া গ্রামের প্রভাত সাহার মোবাইলের হোয়াটসঅ্যাপে কিছু দিন আগে একটি ই-কমার্স ম্যাসেজ আসে, দাবি সেখানে লেখা ছিল ২০ টাকা দিয়ে আবেদন করলেই চার দিনের মধ্যে পেয়ে যাবেন একটি স্মার্ট ফোন। আর তা দেখা মাত্রই অর্ডার দিয়ে দেন প্রবাত বাবু। ২০ টাকায় মোবাইল পাওয়ার আসায় দিন গুনতে শুরু করেন তিনি। রাস্তার দিকে চেয়ে বসে থাকেন, কখন আসবে তার স্মার্ট ফোন। কিন্তু চার দিন পার হয়ে গেলেও মোবাইলের দেখা নেই। এদিকে মন কিছুতেই মানছে না প্রভাত বাবুর।
advertisement
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের মন খারাপ করা ছবি! কষ্ট অনেক, তবুও সব সয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা
আর এসবের মধ্যেই নদিয়ার ওই ব্যক্তি ফোন করলে ওই ই-কমার্স সাইট থেকে তাকে বলা হয় মোবাইল পেতে হলে তিন হাজার টাকা লাগবে। এদিকে মোবাইল পেতে মরিয়া প্রভাত বাবু তিন হাজার টাকা দিতে রাজি হয়ে যান। সেই মতো ১১ দিন পরে তার বাড়িতে পার্সেল হাতে এসে পৌঁছে দেন পোস্ট অফিসের পোস্টম্যান। তিন হাজার টাকা দিয়ে পোস্টম্যানের হাত থেকে পার্সেলটা হাতে নিতেই আনন্দে ভরে ওঠে প্রভাত বাবুর মন। তিনি ভাবেন কখন দেখবেন তিনি তার নতুন মোবাইল ফোন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বুকের মাঝে উচ্ছাস আর মুখে একগাল হাসি নিয়ে পার্সেল প্যাকেট খুলতেই তার মুখের হাসি গেল নিভে। তিনি দেখেন মোবাইলের পরিবর্তে প্যাকেটের মধ্যে রয়েছে দুটো সাদা কৌটো আর কৌটোর গায়ে লেখা আছে মাসেল পাউডার। এখন এই পাউডার তিনি গায়ে মাখবেন না খাবেন, প্রভাত বাবু তা কিছুই বুঝে উঠতে পারছে না। মোবাইলের পরিবর্তে হাতে কৌটো পেয়ে এখন হতাশায় ভেঙে পরেছেন প্রভাত বাবু। পুলিশ প্রশাসনে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন প্রভাত বাবু।