TRENDING:

Kali Puja 2025: দীপাবলির আগে কাঁসারিপাড়ার পালিশঘরে ব্যস্ততা তুঙ্গে! বাবার কাজের চাপ কমাতে শ্বশুরবাড়ি থেকে চলে আসেন মেয়ে

Last Updated:

Kali Puja 2025: কাঁসা-পিতলের ব্যবহার ধীরে ধীরে কমে যাওয়ার কারণে ওই পাড়ায় এখন সকলেই প্রায় অন্যান্য পেশায় নিযুক্ত হয়েছেন। তবে কালী পুজো উপলক্ষে ভরসা কাশীনাথ কংস বণিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার বৈষ্ণব ধর্মের সঙ্গে শাক্ত পুজোর প্রচলন আছে। সরকারি নথি অনুযায়ী শান্তিপুরে কালীপুজোর সংখ্যা ১০০-র বেশি, যার মধ্যে প্রায় ২০ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু প্রাচীন। আগমেশ্বরী, মহিষখাগী, বামা কালী, গুল বাজ, বোম্বেট কালী যার মধ্যে অন্যতম। আর এইসব বিরাটাকার প্রতিমার ধাতব হাতের খাঁড়া, মুণ্ডমালা, শিবের ডুগডুগি, চাঁদ মালা এবং পূজার বিভিন্ন বাসন-কোসন পালিশ এবং রং করার জন্য সকলকে আসতে হয় শান্তিপুর কাঁসারি পাড়ায়। কাঁসা-পিতলের ব্যবহার ধীরে ধীরে কমে যাওয়ার কারণে ওই পাড়ায় এখন সকলেই প্রায় অন্যান্য পেশায় নিযুক্ত হয়েছেন। তবে কালী পুজো উপলক্ষে ভরসা কাশীনাথ কংসবণিক। তাঁর পালিশ ঘরে কাজ হয়ে যাওয়ার পর বাবাকে সহযোগিতা করতে মেয়ে বর্ণালী প্রামাণিক কংসবণিক এবং তাঁর দিদি আজও নিয়ম করে কালীপুজোর সপ্তাহখানেক আগে আসেন বাপের বাড়িতে।
advertisement

ছোটবেলা থেকেই বাবার কাজে সহযোগিতা করার অভ্যাস। তাই বিয়ে হয়ে যাওয়ার পরও এই ক’দিন বাবার কাজে সহযোগিতা করতে থাকেন বাপের বাড়িতে। কাশীনাথ কংসবণিক বলেন এ প্রজন্মের ছেলেমেয়েরা এই পেশায় আসতে আগ্রহী নয়, তার ওপর দীর্ঘদিন কাজ করলে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা হয়।

আরও পড়ুন : ভোগে দেওয়া হয় শোল মাছ পোড়া! নিবেদন করা হয় শিয়ালকে! প্রাচীন দুর্লভা কালীমন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

আগে গোটা পাড়ায় প্রচুর পালিশঘর, কাঁসা পিতলের ধাতব মূর্তি তৈরির কারখানা থাকলেও বর্তমানে সকলেই কিনে ব্যবসা করেন। পালিশঘর বলতে তাঁর ছাড়া আর দু‘জনের মাত্র আছে। কাশীনাথের মেয়ে বর্ণালী বলেন, তাঁর ছোটবেলায় বাবার চরম ব্যস্ততায় হাতে হাতে সহযোগিতা করতে করতে সে আঁকা, চুল লাগানো এবং পালিশ-এর কাজ কিছুটা শিখে গিয়েছেন। সারা বছর বাসন-কোসন এবং অন্যান্য প্রতিমা এবং পুজোর উপকরণ পালিশের কাজের চাপ বাবা সামলে নেন। তবে কালীপুজোর দিন নাওয়াখাওয়া ভুলে, মা এবং তাকে সহযোগিতা করতে হয়।’’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: দীপাবলির আগে কাঁসারিপাড়ার পালিশঘরে ব্যস্ততা তুঙ্গে! বাবার কাজের চাপ কমাতে শ্বশুরবাড়ি থেকে চলে আসেন মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল