TRENDING:

Nadia News: প্রকাশ্য দিবালোকে স্কুলের সামনের জায়গা দখলদারি, অবৈধ নির্মাণ গড়ার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

Last Updated:

Nadia News: শান্তিপুরে স্কুলের সামনে প্রকাশ্য দিবালোকে অবৈধ নির্মাণ গড়ে জায়গা দখল করার অভিযোগ উঠল দুই দোকানদারের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এভাবেই জায়গা দখল করা হচ্ছে। বলে অভিযোগ এক ব্যবসায়ীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্বারিকানাথ স্কুলের সম্মুখে প্রকাশ্য দিবালোকে অবৈধ নির্মাণ গড়ে জায়গা দখল করার অভিযোগ উঠল দুই দোকানদারের বিরুদ্ধে।
স্কুলের সামনে জায়গা দখল করে অবৈধ নির্মাণ
স্কুলের সামনে জায়গা দখল করে অবৈধ নির্মাণ
advertisement

অন্যদিকে, অভিযোগকারী ইমারত দ্রব্যের বিক্রেতা দোকানদারের বিরুদ্ধেও নিকাশি নালা ঢেকে দেওয়ার পাল্টা অভিযোগ উঠেছে। ঘটনায় দুই দোকানদারকে প্রশ্ন করা হলে তারা জানান, অনুমতি না নিয়েই তারা এই জায়গা ভরাট করছিলেন, তবে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান তাদেরকে জানান, কোনও কিছু হলে তিনি দেখবেন। তাই তারা তার কথাতেই এই জায়গাতে পাঁচিল তোলার কাজ করছিলেন।

advertisement

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে শুরু টুংটুং কামু উৎসব! বিশ্বের আদিমতম ক্ষুদ্র জনজাতির সাংস্কৃতিক উৎসবে পর্যটকদের ভিড়, বেড়িয়ে আসুন টোটোপাড়া

যদিও পার্শ্ববর্তী ব্যক্তি মালিকাধীন এক ব্যবসায়ী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এভাবেই জায়গা দখল করা হচ্ছে। এই বিষয়ে তিনি একাধিক জায়গায় এর আগেও অভিযোগ জানিয়েছেন।

আরও পড়ুনঃ ভরা বিয়ের মরশুম, মন্দিরে মন্দিরে ঘুরছেন ময়নার বিডিও! কারণ জানলে কুর্নিশ জানাতে ইচ্ছা করবে

advertisement

যদিও ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান বিষয়টি অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। যারা এই বিষয়ে তার নাম তুলছে বা তাকে বদনাম করার চেষ্টা করছে তারা পুরোপুরি ভুল কথা বলছে এবং মিথ্যে কথা বলছে। সাধারণ মানুষের নিকাশি নালা বন্ধ হলে ব্যবস্থা নেবে পঞ্চায়েত।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
আরও দেখুন

পিডাব্লিউড-র জায়গা কোনভাবেই দখল করার কথা তিনি জানাননি। তবে পঞ্চায়েতের তরফ থেকে নিকাশি ড্রেনের জন্য তিনি বলেছেন, ওই ড্রেন যদি কোনরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে পঞ্চায়েতের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: প্রকাশ্য দিবালোকে স্কুলের সামনের জায়গা দখলদারি, অবৈধ নির্মাণ গড়ার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল