পাট কেটে নিতে হচ্ছে তৈরি হওয়ার মুখেই। প্রশাসন কিংবা রাজনৈতিক নেতারা কেউই তাঁদের সমস্যার সমাধান এখনও করতে পারেনি বলেই জানাচ্ছেন তাঁরা। এমনকী স্থানীয় বাসিন্দারা এ অভিযোগ করেন ভোটের সময় বিভিন্ন দলের নেতা নেত্রীদের দেখা গেলেও ভোট হয়ে গেলে তাঁদের আর বিশেষ দেখা পাওয়া যায় না।
advertisement
উল্লেখ্য, এবছর লাগাতার বৃষ্টিপাতের ফলে ভাগীরথী নদীর জল যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আর তার ফল এই একাধিক নদী তীরবর্তী এলাকায় জলে পরিপূর্ণ। নদীর পাড়ে থাকে কৃষকদের চাষের জমি হঠাৎ করে জল বেড়ে যাওয়াতে শাক সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এছাড়াও জল বাড়লে জলের চাপে নদীর পাড় ভাঙন বেড়ে যায়, তাতেও ক্ষয়ক্ষতি হয় ঘরবাড়ি দোকান পত্রের। জেলার বহু জায়গায় গঙ্গা ভাঙনের সমস্যা রয়েছে আজও। তবুও এই সমস্যার স্থায়ী কোন সমাধান কেউই করতে পারেনি বলেই অভিযোগ এলাকাবাসীদের।
Mainak Debnath