Lemon-Chilli Astro Tips: দোকান-গাড়িতে কেন ঝোলানো হয় লেবু-লঙ্কা? নজর লাগার ভয় না কি অন্য কিছু? আসল কারণ জানুন জ্যোতিষীর কাছ থেকে!
- Published by:Salmali Das
- Reported by:Trending Desk
Last Updated:
Lemon-Chilli Astro Tips: মধ্যপ্রদেশের খাণ্ডওয়ার মতো শহরে এই রীতি এখনও মেনে চলা হয়। এটা শুধুই কুসংস্কার নয়। এটা আসলে বিশ্বাস, পরম্পরা, মনস্তত্ত্ব এমনকী বিজ্ঞানের মেলবন্ধন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এর পিছনে অল্প-বিস্তর বিজ্ঞানও রয়েছে:
এই পরম্পরার পিছনে কিছু যুক্তিও রয়েছে। লেবু আর লঙ্কা অ্যাসিড-ধর্মী। তাই লেবু আর লঙ্কা গেঁথে খোলা হাওয়ায় ঝুলিয়ে রাখা হলে তা থেকে ধীরে ধীরে রস নির্গত হতে থাকে। এটি প্রাকৃতিক ইনসেক্ট রিপেলেন্ট হিসেবে কাজ করে। ফলে এই লেবু-লঙ্কা মাছি, মশা এমনকী কিছু কিছু ব্যাকটেরিয়া দূর করে। যখন ভারতে মসক্যুইটো-কয়েল ব্যবহার করা হত না, তখন এই লেবু-লঙ্কাই কিন্তু মশা-মাছির উপদ্রবের হাত থেকে সুরক্ষা প্রদান করতো।
এই পরম্পরার পিছনে কিছু যুক্তিও রয়েছে। লেবু আর লঙ্কা অ্যাসিড-ধর্মী। তাই লেবু আর লঙ্কা গেঁথে খোলা হাওয়ায় ঝুলিয়ে রাখা হলে তা থেকে ধীরে ধীরে রস নির্গত হতে থাকে। এটি প্রাকৃতিক ইনসেক্ট রিপেলেন্ট হিসেবে কাজ করে। ফলে এই লেবু-লঙ্কা মাছি, মশা এমনকী কিছু কিছু ব্যাকটেরিয়া দূর করে। যখন ভারতে মসক্যুইটো-কয়েল ব্যবহার করা হত না, তখন এই লেবু-লঙ্কাই কিন্তু মশা-মাছির উপদ্রবের হাত থেকে সুরক্ষা প্রদান করতো।
advertisement