স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সূর্য ডোবার অর্থাৎ রাত হওয়ার পর রুমা দেবী শোনঘাটায় তাঁর জামাইয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। শোনঘাটা মোড়ে অটো থেকে নামার পর রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
আরও পড়ুনঃ পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে বচসা! নলহাটিতে মহাজনের পেটে আচমকা ছুরির কোপ, পলাতক অভিযুক্ত দোকানদার
advertisement
পথ চলতিদের চোখের সামনেই ঘটে ভয়াবহ ঘটনা। অভিযোগ, পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটর ভ্যান হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে রুমা দেবী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে বৃদ্ধাকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে কর্তব্যরত চিকিৎসক রুমা দেবীকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। পাশাপাশি ঘাতক মোটর ভ্যান এবং তার চালককে আটক করেছে পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় নিয়মিতই দ্রুতগতির গাড়ির দাপাদাপি দেখা যায়, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। প্রশাসনের একাধিকবার সচেতন বার্তা দেওয়ার পরেও ঠেকানো যাচ্ছে না দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






