ঘন কুয়াশার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে কালনা শান্তিপুর ফেরি পরিষেবা। মূলত ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে কালনা, কুয়াশার কারণে সামনের দৃশ্য ঠিক মতো দেখা যাচ্ছে না তাই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে তিন ঘন্টার বেশি সময় বন্ধ থাকে কালনা ও নদিয়া ফেরি চলাচল, চরম বিপাকে পড়েন সাধারণ মানুষরা। কুয়াশা না কাটলে বন্ধ থাকবে ফেরি ঘাট, এমনটাই জানানো হয়। যদিও পরে কুয়াশা কম হতেই ফেরি চলাচল শুরু হয়।
advertisement
অন্যদিকে কুয়াশার কারণে আলো জ্বালিয়ে যানবাহন চালাতে দেখা যায় অনেকেই, পাশাপাশি কালনার প্রধান STKK সড়কে ধীর গতিতে যাতায়াত করে ভারী যানবাহন, তবে নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু বেহাল হওয়ার কারণে কালনার ফেরি ঘাটে উপচে পড়ে পারাপারের জন্যে ভীড়, কয়েকশ বড় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় ফেরি ঘাটের সামনে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একইভাবে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় নৌকা চলাচল বন্ধ হয়ে যায় কাটোয়া বল্লবপাড়া ফেরিঘাটে। যাত্রী নিরাপত্তার স্বার্থে ফেরি সার্ভিস সকাল থেকে বন্ধ রেখে ছিল ফেরিঘাট কর্তৃপক্ষ। নদিয়া জেলার একাংশের সঙ্গে পূর্ব বর্ধমান জেকার যোগেযোগ রক্ষাকারী ভাগীরথী নদীর উপর এই ফেরঘাট খুবই গুরুত্বপূর্ণ ফেরিপথ।ফেরিঘাটের কর্মী সোমনাথ ঘোষ জানান, কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। নৌকা ভেসে যেতে পারে। যাত্রী নিরাপত্তার স্বার্থে প্রশাসনের নির্দেশে ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে যাত্রীরা নৌকা না পেয়ে ফেরিঘাটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন।
