TRENDING:

১ মিনিটের সাইক্লোন! লণ্ডভণ্ড নদিয়ার হরিণঘাটা, ৩০-৩৫টি বাড়ি ধসল, ভাঙল পাঁচিল, সাংঘাতিক পরিস্থিতি এলাকায়

Last Updated:

Nadia Cyclone: এক মিনিটের সাইক্লোনে লণ্ডভণ্ড হয়ে গেল নদিয়ার হরিণঘাটা। বহু বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতি হয়েছে ফসলের ক্ষেতের। ঝড়ের তাণ্ডব শেষে বেলা ১১টার দিকে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। আচমকা প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কে এলাকাবাসী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, রঞ্জিত সরকার: এক মিনিটের সাইক্লোন আর তাতেই লণ্ডভণ্ড হয়ে গেল নদিয়ার হরিণঘাটার একাধিক গ্রাম। প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হল নদিয়ার হরিণঘাটা ব্লকের অন্তর্গত বিরহী-২ গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকার একাধিক গ্রাম। বহু বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতি হয়েছে ফসলের ক্ষেতের। ঝড়ের তাণ্ডব শেষে বেলা ১১টার দিকে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। আচমকা প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কে এলাকাবাসী।
এক মিনিটের সাইক্লোনে লণ্ডভণ্ড নদিয়ার হরিণঘাটা
এক মিনিটের সাইক্লোনে লণ্ডভণ্ড নদিয়ার হরিণঘাটা
advertisement

শুক্রবার ভোরে আচমকাই প্রবল ঝড় ওঠে। মাত্র ১ মিনিটের সাইক্লোনের মতোই ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন হঠাৎ করেই শুরু হয় প্রবল বেগের হাওয়া। ঝড়ের জেরে গ্রামের জনজীবন কার্যত থমকে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ে নারায়ণপুর এলাকার অন্তত ৩০ থেকে ৩৫টি কাঁচা ও টিনের ছাউনি দেওয়া বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়ে পড়েছে কয়েক হাত দূরে।

advertisement

আরও পড়ুনঃ সাবধান! DJ বাজিয়ে নাচ-গানে ইতি! বক্রেশ্বরে আটক ‘শব্দদানব’, বিসর্জন যাত্রায় কড়া নজরদারি

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

হঠাৎ করেই ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় এদিন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঝড়ের সময় এতটাই শব্দ হচ্ছিল যে অনেকেই ভয় পেয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। চাষবাসেও এই ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। বহু ধান, সবজি ও অন্যান্য শাক-সবজিরও ক্ষতি হয়েছে। কলাচাষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু কলাগাছ ঝড়ের দাপটে মাটিতে লুটিয়ে পড়েছে। একইসঙ্গে বহু বাড়ির চারপাশে থাকা ইটের ও কাঁটাতারের পাঁচিলও ভেঙে পড়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১ মিনিটের সাইক্লোন! লণ্ডভণ্ড নদিয়ার হরিণঘাটা, ৩০-৩৫টি বাড়ি ধসল, ভাঙল পাঁচিল, সাংঘাতিক পরিস্থিতি এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল