শুক্রবার ভোরে আচমকাই প্রবল ঝড় ওঠে। মাত্র ১ মিনিটের সাইক্লোনের মতোই ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন হঠাৎ করেই শুরু হয় প্রবল বেগের হাওয়া। ঝড়ের জেরে গ্রামের জনজীবন কার্যত থমকে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ে নারায়ণপুর এলাকার অন্তত ৩০ থেকে ৩৫টি কাঁচা ও টিনের ছাউনি দেওয়া বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়ে পড়েছে কয়েক হাত দূরে।
advertisement
আরও পড়ুনঃ সাবধান! DJ বাজিয়ে নাচ-গানে ইতি! বক্রেশ্বরে আটক ‘শব্দদানব’, বিসর্জন যাত্রায় কড়া নজরদারি
হঠাৎ করেই ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় এদিন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঝড়ের সময় এতটাই শব্দ হচ্ছিল যে অনেকেই ভয় পেয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। চাষবাসেও এই ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। বহু ধান, সবজি ও অন্যান্য শাক-সবজিরও ক্ষতি হয়েছে। কলাচাষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু কলাগাছ ঝড়ের দাপটে মাটিতে লুটিয়ে পড়েছে। একইসঙ্গে বহু বাড়ির চারপাশে থাকা ইটের ও কাঁটাতারের পাঁচিলও ভেঙে পড়েছে।